logo

📰 WORLD News

সৌদিতে বাস-ট্যাংকারের সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত
সৌদিতে বাস-ট্যাংকারের সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত
international

সৌদি আরবে মদিনাহ ও বাদরের মধ্যে মুফরাহথ এলাকায় একটি বাস এবং ট্যাংকার লরির সংঘর্ষের ঘটনায় ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু রয়েছেন। আহতদের মধ্যে একজন বেঁচে আছেন। নিহত সকলেই হায়দরাবাদের বাসিন্দা বলে ইমিগ্রেশন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। সোমবার (১৭ নভেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাসটি সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াধের রাষ্ট্রদূতাবাস এবং জেদ্দার কনসুলেট নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য কাজ করছে। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেন। এ ঘটনায় জেদ্দার কনসুলেটে ২৪ ঘণ্টা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি দুর্ঘটনার বিষয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রধান সচিব ও ডিজিপি-কে দ্রুত বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। তেলাঙ্গানা সচিব ক. রামাকৃষ্ণ রাও দিল্লির কো-অর্ডিনেশন সচিব গৌরব উপ্পালের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সচিবালয়ে কন্ট্রোল রুম স্থাপন করে পরিস্থিতি মনিটরিং করার নির্দেশ দিয়েছেন। হায়দরাবাদ এমপি আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, আহতদের চিকিৎসা ও নিহতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়েও কেন্দ্রীয় সরকারের কাছে তদারকি দাবি করা হচ্ছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনসুলেট ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

১৭ নভেম্বর, ২০২৫
লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪
লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪
international

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে চারজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) িএক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। খবর আল জাজিরা। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে নৌকাদুটির দুর্ঘটনা ঘটে। প্রথম নৌকায় ছিল ২৬ জন—যাদের সবাই বাংলাদেশের নাগরিক বলে জানানো হয়েছে। এদের মধ্যে চারজন মারা গেছেন। দ্বিতীয় নৌকায় ছিলেন ৬৯ জন যাত্রী, যাদের মধ্যে দুইজন মিশরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। তাদের সবার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি রেড ক্রিসেন্ট, তবে যাত্রীদের মধ্যে আটজন শিশু ছিল। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। ফলে নৌডুবি, নিখোঁজ ও মৃত্যু প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট উদ্ধার হওয়া যাত্রীদের ছবি প্রকাশ করেছে, যেখানে কিছু মানুষকে থার্মাল ব্ল্যাঙ্কেটে মোড়ানো অবস্থায় দেখা যায়। পাশাপাশি কালো বডিব্যাগে কয়েকজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে লিবিয়ার কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা বিভাগ অংশ নেয়। মরদেহগুলো পরে স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়ার উপকূলের কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন নিখোঁজ হন এবং তারা মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়া উপকূলে একের পর এক নৌডুবিতে বহু অভিবাসীর প্রাণহানি ঘটছে, যা নিয়ে জাতিসংঘের সভায় বেশ কয়েকটি দেশ দেশটির অভিবাসী আটককেন্দ্র বন্ধের আহ্বান জানিয়েছে।

১৬ নভেম্বর, ২০২৫
বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
international

বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। বিজ্ঞাপন শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবো। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান ট্রাম্প। সংবাদমাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমাও চেয়েছে। তারা বলছে, , সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন— প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে— এই প্রামাণ্যচিত্র আর কোনও প্ল্যাটফর্মে দেখানো হবে না। বিবিসির ভাষায়, “ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনও কারণ আছে বলে আমরা মনে করি না।” এই সপ্তাহের শুরুতে, ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন যে বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয় তবে তারা ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের জন্য মামলা করবে। এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টের্নেস পদত্যাগ করেন। সূত্র: বিবিসি।

১৫ নভেম্বর, ২০২৫
আপনার বউ কয়টা?’— সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের (ভিডিও)
আপনার বউ কয়টা?’— সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের (ভিডিও)
international

সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এই বৈঠকটিকে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেই মনে করা হচ্ছে। বৈঠকে সিরিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকেই নজর ছিল আল-শারার। তবে সেখানেই তাকে করা ট্রাম্পের একটি প্রশ্ন এখন ভাইরাল। মূলত প্রেসিডেন্ট আল-শারার স্ত্রী কয়জন; এই প্রশ্নই করে বসেন ট্রাম্প। এই ঘটনায় হোয়াইট হাউসে হাস্যরসের সৃষ্টি হয়। বুধবার (১২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মূলত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একসময় ওয়াশিংটনের চোখে ছিলেন সন্ত্রাসী ও আল-কায়েদার সাবেক কমান্ডার। তার মাথার ওপর একসময় ১ কোটি ডলারের মার্কিন পুরস্কারের ঘোষণাও ছিল। এছাড়া ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো সিরীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে সরকারি সফরে গেলেন। আর এই ঐতিহাসিক সফরটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও ১৮০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সফরেই গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ইতোমধ্যে দুই নেতার সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ট্রাম্প আল-শারাকে একটি পারফিউম উপহার দিচ্ছেন এবং নিজেই সেটি তার ওপর ছিটিয়ে বলছেন, “এটাই সেরা ঘ্রাণ... আর অন্য বোতলটি আপনার স্ত্রীর জন্য।” এরপর মজা করে হেসে ট্রাম্প জিজ্ঞেস করেন, “আপনার স্ত্রী কয়জন?” আল-শারাআ উত্তর দেন, “একজন”। তখন উপস্থিত সবাই হেসে ওঠেন। ট্রাম্প হেসে বলেন, “তবে জানেন তো, কখন কী হয় বলা যায় না!” অন্যদিকে সাক্ষাতের সময় আল-শারা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রাচীন সিরীয় নিদর্শনের প্রতিরূপ উপহার দেন। ট্রাম্প বলেন, “আমাদের সবারই কঠিন অতীত ছিল, কিন্তু তারটা সত্যিই কঠিন। তবে আমি মনে করি, এমন কঠিন অভিজ্ঞতা না থাকলে এগিয়ে যাওয়ার সুযোগও থাকে না।” প্রসঙ্গত, গত বছর ৪৩ বছর বয়সী আল-শারা সামরিক অভিযান চালিয়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার নিয়ন্ত্রণ নেন। যুক্তরাষ্ট্রে তার এই সফরের মূল লক্ষ্য ছিল সিরিযার ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করানো

১৩ নভেম্বর, ২০২৫
বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার শক্তি আমাদের আছে : ট্রাম্প
বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার শক্তি আমাদের আছে : ট্রাম্প
international

আমেরিকার পারমাণবিক অস্ত্রে এত শক্তি আছে যে ‘বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়া’ সম্ভব। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। ট্রাম্প আরও দাবি করেছেন, রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করছে না। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ারও অনেক আছে, আর চীনও দ্রুত এগোচ্ছে। সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ও’ডনেল বলেছেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা করছে—এখানেই ট্রাম্প পাল্টা মন্তব্য করে বলেন, অন্য দেশগুলোও পরীক্ষা চালাচ্ছে; আমরাই একমাত্র দেশ হিসেবে পরে যাওয়ার মতো হতে চাই না। ট্রাম্প কয়েকদিন আগে ৩০ বছরেরও বেশি সময় পর পারমাণবিক পরীক্ষা পুনরায় চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়; পরীক্ষা না করলে জানা যায় না এটা কাজ করে কি না। ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষমতা নিয়েও গর্ব ব্যক্ত করে বলেন, আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে, যা অন্য দেশের তুলনায় সেরা। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন এখন পিছিয়ে; তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছতে পারে।

৩ নভেম্বর, ২০২৫
সৌদি থেকে আসা ফ্লাইটে বোমাতঙ্ক, জরুরি অবতরণ
সৌদি থেকে আসা ফ্লাইটে বোমাতঙ্ক, জরুরি অবতরণ
breaking

সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিমানটি জরুরি অবতরণ করেছে। শনিবার (০১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইটে বোমা হামলার হুমকির কারণে বিমানটি শুক্রবার (১ নভেম্বর) মুম্বাইয়ে জরুরি অবতরণ করে। হুমকির বার্তায় ‘১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর ধাঁচের বিস্ফোরণের’ কথা উল্লেখ করা হয়েছিল। ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, ইন্ডিগোর একটি ফ্লাইট নিরাপত্তা হুমকি পাওয়ার পর মুম্বাইয়ে ডাইভার্ট করা হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং সব ধরনের নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষার পর বিমানটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায়। সৌদি থেকে আসা ফ্লাইটে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমান চলাচল পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ফ্লাইটটি সকাল ৯টা ১০ মিনিটে হায়দরাবাদে পৌঁছানোর কথা ছিল, কিন্তু হুমকির কারণে মুম্বাইয়ে অবতরণ করে। নিরাপত্তা তল্লাশি শেষে বিমানটি বিকেল ৪টার দিকে হায়দরাবাদে পৌঁছে। ইন্ডিগোর পক্ষ থেকে আরও জানানো হয়, যাত্রীদের যেন সর্বনিম্ন অসুবিধা হয়, সে জন্য আমরা নিয়মিত আপডেট ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। যাত্রী, ক্রু এবং বিমানের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইন্ডিগোর একটি সূত্র জানিয়েছে, হুমকির ই-মেইলে ‘১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর ধাঁচের বিস্ফোরণ’-এর কথা উল্লেখ ছিল। ১৯৮৪ সালের ২ আগস্ট চেন্নাই বিমানবন্দরে (তৎকালীন মাদ্রাজ বিমানবন্দর) ঘটে যাওয়া মিনামবাক্কম বোমা বিস্ফোরণে ৩৩ জনের প্রাণহানি ঘটে। ওই হামলার পেছনে ছিল শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন তামিল ইলম আর্মি।

২ নভেম্বর, ২০২৫
মেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ড: দোকানে আগুনে পুড়ে মৃত্যু ২৩ জনের
মেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ড: দোকানে আগুনে পুড়ে মৃত্যু ২৩ জনের
breaking

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি দোকানে আগুন লাগার পর হতাহতের এই ঘটনা ঘটে। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, উত্তর-পশ্চিম মেক্সিকোর হার্মোসিলো শহরে একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দেশজুড়ে চলা ‘ডে অব দ্য ডেড’ উৎসবের দিন শনিবার এই দুর্ঘটনা ঘটে। এদিন মানুষ নানা আয়োজনের মাধ্যমে তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করছিল। সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অধিকাংশ মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে। রাষ্ট্রীয় কৌঁসুলি গুস্তাভো সালাস জানান, ফরেনসিক মেডিকেল সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) পোস্টে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোনোরার রেড ক্রস জানিয়েছে, ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নেয় এবং আহতদের ছয় দফায় হাসপাতালে নেওয়া হয়। এদিকে আগুন এখন নিভে গেলেও এর সূত্রপাত নিয়ে এখনও তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শর্ট সার্কিট থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অবশ্য শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ালডোস নামের জনপ্রিয় ডিসকাউন্ট চেইনের ওই দোকানটি কোনও ধরনের হামলার লক্ষ্যবস্তু ছিল না। শহরের ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, আগুন লেগে যাওয়ার আগে সেখানে বিস্ফোরণ ঘটেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

২ নভেম্বর, ২০২৫
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
breaking

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল। তিনি আরও বলেন, রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসনব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে। শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে দোভাল বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না, সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে। দোভাল বলেন, “আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা রাখে। তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হয়।” তিনি বলেন, “একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন।” দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে বলেন, “ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে— এক নতুন ধরনের শাসনব্যবস্থা, সমাজ কাঠামো এবং বৈশ্বিক অবস্থানে। বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা গভীর প্রভাব ফেলছে। সামনে আরও পদক্ষেপ আসতে পারে। তিনি আরও বলেন, “যখন পরিবর্তন আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা— ঝড়-ঝাপটার ভেতরেও যেন চোখ না বন্ধ হয়, ভয় বা বিভ্রান্তিতে যেন পথ হারানো না হয়।” ভালো শাসনের মূল উপাদান হিসেবে দোভাল নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য অংশ। শুধু ভালো আইন বা কাঠামো থাকলেই হবে না, এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করাই সবচেয়ে জরুরি।” প্রযুক্তির ব্যবহার নিয়েও গুরুত্বারোপ করেন তিনি। দোভাল বলেন, “আমাদের এমন প্রযুক্তি কাজে লাগাতে হবে যা শাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার দক্ষতা বাড়ায়। তবে একইসঙ্গে সাইবার হামলার মতো প্রযুক্তিনির্ভর হুমকি থেকেও সমাজকে রক্ষা করতে হবে।”

১ নভেম্বর, ২০২৫
পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় অভিযানের সময় ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।  অন্যদিকে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী ‘ফিতনা আল খাওয়ারেজ’-এর সাত সন্ত্রাসীও নিহত হয়েছেন। অঞ্চলটিতে এখনো অভিযান চলছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।  নিহত ছয় সেনা হলেন, ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহি আইজাজ আলী (২৩), সিপাহি মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহি মুহাম্মদ শাহবাজ (৩২)।  পাকিস্তান আইএসপিআর জানায়, পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ‘ফিতনা আল খাওয়ারেজ’ সদস্যরা ওই এলাকায় তৎপরতা চালাচ্ছিল। খবর পেয়ে অভিযানে যায় সামরিক বাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র সংঘাত বাধে। আভিযানিক দলকে সহযোগিতায় বাইরে থেকে অতিরিক্ত সেনাও আনা হয়। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের হামলায় ছয় সেনা প্রাণ হারান।  সীমান্তে অভিযানে গিয়ে পাকিস্তানের ৬ সেনা নিহত প্রশান্ত মহাসাগরে জাহাজে বোমা হামলা করল যুক্তরাষ্ট্র আরও বলা হয়েছে, অভিযান এখনো চলছে। কুরাম জেলাকে নিরাপদ করতে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বড় অভিযানের পরিকল্পনা করছে।  এদিকে সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের সাহসিকতায় পাকিস্তান গর্বিত। জাতি এ আত্মত্যাগ স্মরণে রাখবে।
পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় অভিযানের সময় ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। অন্যদিকে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী ‘ফিতনা আল খাওয়ারেজ’-এর সাত সন্ত্রাসীও নিহত হয়েছেন। অঞ্চলটিতে এখনো অভিযান চলছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। নিহত ছয় সেনা হলেন, ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহি আইজাজ আলী (২৩), সিপাহি মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহি মুহাম্মদ শাহবাজ (৩২)। পাকিস্তান আইএসপিআর জানায়, পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ‘ফিতনা আল খাওয়ারেজ’ সদস্যরা ওই এলাকায় তৎপরতা চালাচ্ছিল। খবর পেয়ে অভিযানে যায় সামরিক বাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র সংঘাত বাধে। আভিযানিক দলকে সহযোগিতায় বাইরে থেকে অতিরিক্ত সেনাও আনা হয়। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের হামলায় ছয় সেনা প্রাণ হারান। সীমান্তে অভিযানে গিয়ে পাকিস্তানের ৬ সেনা নিহত প্রশান্ত মহাসাগরে জাহাজে বোমা হামলা করল যুক্তরাষ্ট্র আরও বলা হয়েছে, অভিযান এখনো চলছে। কুরাম জেলাকে নিরাপদ করতে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বড় অভিযানের পরিকল্পনা করছে। এদিকে সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের সাহসিকতায় পাকিস্তান গর্বিত। জাতি এ আত্মত্যাগ স্মরণে রাখবে।

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় অভিযানের সময় ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। অন্যদিকে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী ‘ফিতনা আল খাওয়ারেজ’-এর সাত সন্ত্রাসীও নিহত হয়েছেন। অঞ্চলটিতে এখনো অভিযান চলছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। নিহত ছয় সেনা হলেন, ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহি আইজাজ আলী (২৩), সিপাহি মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহি মুহাম্মদ শাহবাজ (৩২)। পাকিস্তান আইএসপিআর জানায়, পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ‘ফিতনা আল খাওয়ারেজ’ সদস্যরা ওই এলাকায় তৎপরতা চালাচ্ছিল। খবর পেয়ে অভিযানে যায় সামরিক বাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র সংঘাত বাধে। আভিযানিক দলকে সহযোগিতায় বাইরে থেকে অতিরিক্ত সেনাও আনা হয়। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের হামলায় ছয় সেনা প্রাণ হারান। আরও বলা হয়েছে, অভিযান এখনো চলছে। কুরাম জেলাকে নিরাপদ করতে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বড় অভিযানের পরিকল্পনা করছে। এদিকে সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের সাহসিকতায় পাকিস্তান গর্বিত। জাতি এ আত্মত্যাগ স্মরণে রাখবে।

৩০ অক্টোবর, ২০২৫
 হাইকোর্টের নির্দেশের পরও বাংলাদেশ থেকে ৬ নাগরিককে ফেরত নেয়নি ভারত
হাইকোর্টের নির্দেশের পরও বাংলাদেশ থেকে ৬ নাগরিককে ফেরত নেয়নি ভারত
international

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও বাংলাদেশের জেলে থাকা নিজেদের ৬ নাগরিককে ফেরত নেয়নি ভারত। ওই ৬ জনের মধ্যে সোনালী বিবি নামে এক অন্তঃসত্ত্বা নারী আছেন। গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে তাদের ফেরত আনতে বলেছিল। এই সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ৬ নাগরিককে ফেরত না নেওয়ায় কেন্দ্র সরকারের ওপর ক্ষোভ ঝেড়েছে দেশটির পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজসেবা মন্ত্রী শশি পাঞ্জা শুক্রবার (২৪ অক্টোবর) বলেছেন, কেন্দ্র সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে। তিনি বলেন, “তাদের বাংলাদেশে পাঠানো ছিল ভুল। কে তাদের জন্য লড়াই করেছে? তৃণমূল কংগ্রেস… তাদের ফিরিয়ে আনতে কেন্দ্র সরকার একটি উদ্যোগও নেয়নি। তাই ওই ৬ জন বাংলাদেশে রয়ে গেছেন।” রাজ্যসভার এমপি সামিরুল ইসলাম সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বলেছেন, “বাংলাদেশের একটি আদালতও নিরূপণ করেছে যে এ ৬ জন বাংলাদেশি নয় এবং তাদের নিজ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলা হয়েছে।” “কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার আইন বা সংবিধান মেনে চলার বাধ্যবাধকতা ভুলে গেছে। তারা কলকাতা আদালতের বাধ্যতামূলক নির্দেশনা পালন করেনি এবং এক অন্তঃসত্ত্বা নারীর কষ্ট আরও বাড়িয়েছে।” বাংলাদেশে আটকে থাকা এসব মানুষের সাথে ঠিকমতো যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন এ ভারতীয় আইনপ্রণেতা। তবে অন্তঃসত্ত্বা সোনালী বিবি এখনো তার অনাগত সন্তানের জন্ম দেননি বলে জানিয়েছেন তিনি। ভারতীয় নিরাপত্তা বাহিনী এই ছয়জনকে ধরে বাংলাদেশে জোরপূর্বক পুশ-ইন করে। তারা কলকাতার বীরভূমের বাসিন্দা এবং ভারতীয় নাগরিক। তারা হলেন সোনালী বিবি, তার স্বামী দানিশ শেখ এবং তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তান। বাংলাদেশে ঠেলে পাঠানো অপর ৩ জন হলেন সুইটি বিবি, তার ছেলে কুরবান শেখ এবং ইমাম দেওয়ান। গত ২৬ সেপ্টেম্বর সোনালী খাতুনের বাবা বদু শেখ এবং সুইটি বেগমের ভাই আমির খানের পিটিশনের জবাবে কলকাতা হাইকোর্ট তাদের চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনার নির্দেশ দেন। তাদের করা পিটিশনের পর্যবেক্ষণে আদালত বলেন, এ ৬ জনকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির (মেমো) পদ্ধতিগত নিয়মগুলো মানা হয়নি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি, তবে এই বিষয়ে জোর দিয়েছেন যে আইনানুগ প্রক্রিয়া পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। দুটি পিটিশনের ক্ষেত্রেই হাইকোর্টের আদেশে বলা হয়েছে, নির্বাসন (দেশ থেকে বের করে দেওয়া) দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, তাতে এই সন্দেহ জাগে যে ‍সংশ্লিষ্ট কর্মকর্তারা “খুব তাড়াহুড়ো করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির বিধানগুলো স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন”। সূত্র: দ্য হিন্দু

২৫ অক্টোবর, ২০২৫
আত্মহত্যা নিষিদ্ধ উত্তর কোরিয়ায়, ব্যর্থ প্রচেষ্টাকারীদের জন্য মৃত্যুদণ্ড
আত্মহত্যা নিষিদ্ধ উত্তর কোরিয়ায়, ব্যর্থ প্রচেষ্টাকারীদের জন্য মৃত্যুদণ্ড
international

গোপনে আত্মহত্যা আগেই নিষিদ্ধ ছিলো উত্তর কোরিয়ায়। সেখানে এবার এক নতুন মাত্রা যুক্ত করলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। জানা গেছে, আত্মহত্যার চেষ্টাকারী যদি কোনোভাবে বেঁচে যান তাহলে তার মরতে হবে কঠোর শাস্তিতে। সেই শাস্তিও হচ্ছে মৃত্যুর শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড। এর আগে ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে সঙ্গে উত্তর কোরিয়ায় বেড়েই চলছিলো আত্মহত্যার সংখ্যা। গত বছরের তুলনায় চলতি বছরগুলোতে আত্মহত্যার পরিমাণ বেড়েছে ৪০ শতাংশেরও বেশি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘উত্তর কোরিয়ায় অভ্যন্তরীণভাবে অস্থিরতা বিরাজ করছে। এর মূলে রয়েছে সাধারণ মানুষের কষ্ট। মানুষ অনাহারে মারা যাচ্ছে।’ দেশটির রায়ংগং প্রদেশের একটি বৈঠকে বলা হয়েছিলো, অনাহারের চেয়ে আত্মহত্যার মৃত্যুতে একটি বড় সামাজিক প্রভাব রয়েছে। ওই বৈঠকে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জেনারেল সেক্রেটারি আত্মহত্যা প্রতিরোধ নীতি অনুমোদন করা সত্ত্বেও, কর্মকর্তারা উপযুক্ত সমাধান নিয়ে আসতে পারেনি। এর কারণ বেশিরভাগ আত্মহত্যাকারী নিজের জীবন নিচ্ছেন দারিদ্রতা ও অনাহারের কারণে। তাই কেউ কোনো ব্যবস্থা নিতে পারছে না।’

২৫ অক্টোবর, ২০২৫
বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ
বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ
international

ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ ধোঁয়াশা ও মারাত্মক বায়ুদূষণ মোকাবিলায় সরকার প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে। ‘ক্লাউড সিডিং’ বা মেঘে বীজ বপন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাস থেকে ক্ষতিকারক ধুলিকণা ও দূষণ কমানোর লক্ষ্যে এই পরীক্ষামূলক পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। আবহাওয়া দপ্তর ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরের সহযোগিতায় শহরের উত্তর বুরারি এলাকায় এরইমধ্যে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে। ক্লাউড সিডিং কী এবং কেন এই উদ্যোগ? ক্লাউড সিডিং হলো আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যেখানে বিমান থেকে মেঘের ওপর সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক স্প্রে করা হয়। এই রাসায়নিক কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত হতে সাহায্য করে এবং দ্রুত বৃষ্টিপাত ঘটাতে পারে। প্রায় ৩ কোটি মানুষের মহানগরী দিল্লি নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে স্থান পায়। প্রতি শীতেই খড় পোড়ানো, শিল্প কারখানা ও যানবাহনের নির্গমন থেকে সৃষ্ট তীব্র ধোঁয়াশা আকাশ ঢেকে ফেলে। বিশেষজ্ঞদের মতে, এই দূষণে পিএম ২.৫ কণার মাত্রা অনেক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার কয়েক গুণ ছাড়িয়ে যায়। সম্প্রতি হিন্দুদের উৎসব দীপাবলি উপলক্ষ্যে আতশবাজি ছোড়ার পর দূষণের মাত্রা আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

২৫ অক্টোবর, ২০২৫
থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত মারা গেছেন
থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত মারা গেছেন
international

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন। থাই রয়্যাল প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান। তারা ছয় দশকেরও বেশি সময় একসঙ্গে রাজত্ব করেছেন। রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, রাজা মাহা ভাজিরালংকর্ন রাজকীয় মর্যাদায় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত থাকবে। রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন। থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, রানি সিরিকিতের মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে তার সফর বাতিল করেছেন।

২৫ অক্টোবর, ২০২৫
আসিয়ান সম্মেলন এড়িয়ে যাচ্ছেন মোদি, যাবেন না মালয়েশিয়া
আসিয়ান সম্মেলন এড়িয়ে যাচ্ছেন মোদি, যাবেন না মালয়েশিয়া
international

সময়সূচির ব্যস্ততার কারণে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, কুয়ালালামপুরে আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ভারতীয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের বিষয়ে কিছু জানানো হয়নি। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ভারত ইতোমধ্যেই মালয়েশিয়াকে জানিয়েছে যে আসিয়ান বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর। একইসঙ্গে মোদি আসিয়ান-ভারত সম্মেলনে ভার্চুয়ালভাবে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে। গত কয়েক বছর ধরে আসিয়ান-ভারত সম্মেলন ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আসছেন প্রধানমন্ত্রী মোদি। এবারের আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অংশীদার দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্প আগামী ২৬ অক্টোবর দুই দিনের সফরে কুয়ালালামপুরে পৌঁছাবেন। এছাড়া মোদির মালয়েশিয়া সফরের সঙ্গে কম্বোডিয়া সফরও নির্ধারিত ছিল। তবে মালয়েশিয়া সফর বাতিল হওয়ায় কম্বোডিয়া সফরও আপাতত স্থগিত করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। প্রসঙ্গত, ভারত ও আসিয়ানের সংলাপ সম্পর্ক শুরু হয় ১৯৯২ সালে খাতভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে। পরে ১৯৯৫ সালে তা পূর্ণ সংলাপ অংশীদারিত্বে রূপ নেয় এবং ২০০২ সালে সম্মেলন পর্যায়ে উন্নীত হয়। ২০১২ সালে সম্পর্কটি কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়। আসিয়ানের ১০ সদস্য দেশ রয়েছে। দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। গত কয়েক বছরে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে দ্রুত বিকশিত হয়েছে ভারত-আসিয়ান সম্পর্ক।

২৩ অক্টোবর, ২০২৫
৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মিরসহ বেশ কিছু অঞ্চল। মঙ্গলবার রাতে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের (পিএমডি) অধীন সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের বরাত দিয়ে এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২৩৪ কিলোমিটার গভীরে। হিমালয় পর্বতমালার যে অংশটি আফগানিস্তানে প্রবেশ করেছে, সেটিই হিন্দুকুশ পবর্তমালা হিসেবে পরিচিত। জিও নিউজের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, আপার দির, মালাকান্ড, বাজাউর, চিত্রল, মুরি, আজাদ কাশ্মিরের সামাহনি, ভিমবের এবং অন্যান্য অঞ্চলে। ভূমিকম্পে নিহত বা ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য এখনও আসেনি। মাত্র চার দিন আগেই পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ এবং রাজধানী সংলগ্ন অঞ্চলে। ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থান হওয়ার কারণে পাকিস্তান-আফগানিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। গত সেপ্টেম্বরে ৬ মাত্রার এক ভূমিকম্পে আফগানিস্তানে নিহত হয়েছিলেন ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। সূত্র : জিও নিউজ

২২ অক্টোবর, ২০২৫
ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি
ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে একাধিকবার তিনি নোবেলের কথা বলেছেন। কিন্তু এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। মারিয়া কোরিনা নোবেল জেতার পর এক সাংবাদিক নোবেল কমিটিকে ট্রাম্পের ব্যাপারে প্রশ্ন করেছিলেন। আরও দেখুন তিনি জিজ্ঞেস করেন, ট্রাম্পকে নোবেল দিতে ট্রাম্পের নিজের কাছ থেকে এবং বিশ্বের অন্যান্য যেসব জায়গা থেকে চাপ এসেছিল, সেই চাপ তাদের পুরস্কার ঘোষণায় কোনো প্রভাব ফেলেছে কি না। জবাবে নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স জানান, “দীর্ঘ ইতিহাসে নোবেল কমিটি এ ধরনের ক্যাম্পেইন ও মিডিয়ার উত্তেজনা দেখেছে। এছাড়া নোবেল কমিটির কাছে প্রতি বছর হাজার হাজার চিঠি আসে। কিন্তু নোবেল শুধুমাত্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির কাজের ওপর নির্ভর করে এবং আলফ্রেড নোবেলের করা উইল অনুযায়ী দেওয়া হয়।” এদিকে নোবেল নিয়ে নিজের সর্বশেষ বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, বিশ্বব্যাপী তিনি ৮টি যুদ্ধ বন্ধ করেছেন। তাই তারই নোবেল পাওয়ার উচিত। তিনি বলেন, “ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। তিনি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি জানেনও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।” ট্রাম্প আরও বলেন, “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি... আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।”

১৫ অক্টোবর, ২০২৫
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?
breaking

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। এ দুটি দেশের নাগরিকরা বিশ্বের মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে ১ নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেয়ে থাকেন। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) ও জাপান (১৮৯ দেশ)। সূচকের সব শেষে রয়েছে আফগানিস্তান। দেশটি রয়েছে ১০৬তম অবস্থানে। আফগানিস্তানের নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত সুবিধা পান। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

১৫ অক্টোবর, ২০২৫
অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
international

দীর্ঘ আলোচনার পর অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে হামাস-ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নথিতে ট্রাম্প ছাড়াও মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেন। সোমবার (১৩ অক্টোবর) মিশরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন তারা। লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিশরের উপকূলীয় শহর শারম আল-শেখে। সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে হট্টগোল, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি, যা শান্তির নতুন ভোর এনে দেবে।’ তবে চুক্তি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এটি টিকে থাকবেই।’

১৪ অক্টোবর, ২০২৫
অস্থির ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ
অস্থির ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ

অস্থির ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ রাজনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল ফান্সে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক উচ্চপদস্থ কর্মকর্তা বুধবার এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, “অধিকাংশ আইনপ্রণেতা পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে। তারা স্থিতিশীলতা চান। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন একটি বাজেট গৃহীত হওয়ার কথা আছে। সেজন্য সবার আগে প্রয়োজন পার্লামেন্টে স্থিতিশীলতা।” “তাই সবদিক বিবেচনা করে প্রেসিডেন্ট একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্তের বাস্তবায়ন হবে।” গত ৬ অক্টোবর পদত্যাগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো। ম্যাক্রোঁর বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত এই রাজনীতিবিদ এখন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ভূমিকায় আছেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পেলে বিদায় নেবেন তিনি। সম্প্রতি জাতীয় বাজেট কাটছাঁট নিয়ে সরকারে প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে ফ্রান্সের জনগণ ও বিরোধী দলগুলো। ঋণের দেনায় জর্জরিত ফ্রান্সের সরকারে স্বস্তি দিতে গত সেপ্টেম্বরের প্রথম দিকে কল্যাণমূলক ও জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন খাত থেকে সরকারি বরাদ্দের অর্থ কাটছাঁট করার একটি প্রস্তাব পাস করে ফ্রান্সের মন্ত্রিসভা; পাস হওয়া সেই প্রস্তাব অনুযায়ী বাজেট সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন খাত থেকে রাষ্ট্রীয় বরাদ্দের মোট ৪ হাজার ৪০০ কোটি ডলার ছেঁটে ফেলা হয়। এতে ব্যাপক ক্ষুব্ধ হন ফ্রান্সের সাধারণ জনগণ। জনগণের ক্ষোভকে আমলে নিয়ে পার্লামেন্টে লেকোর্নোর পূর্বসূরী প্রধানমন্ত্রী ফাঙ্কোইস বায়রোকে আস্থাভোটের চ্যালেঞ্জ জানান বিরোধী দলীয় এমপিরা। সেই ভোটে হেরে গিয়ে ৮ সেপ্টেম্বর বিদায় নেন বায়রো। তার বিদায়ের ২৪ ঘণ্টার মধ্যে লেকোর্নোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ম্যাক্রোঁ। কিন্তু লেকোর্নো আসার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফ্রান্সের কট্টর বামপন্থি রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নগুলো একের পর এক কর্মসূচি ঘোষণা করে যাচ্ছিল। ফলে দায়িত্ব গ্রহণের ২৭ দিনের এবং মন্ত্রিসভা গঠনের ১৪ ঘণ্টার মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান লেকোর্নো। এলিসি প্রাসাদ থেকে বিবৃতি আসার আগের দিন মঙ্গলবার ফ্রান্সের সম্প্রচার সংবাদমাধ্যম ফান্স ২ টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন লেকোর্নো। সেখানে লেকোর্নো বলেছিলেন, “যে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমি মনে করি এ থেকে এখনও উত্তরণ সম্ভব। আমি আজ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছি এবং যত শিগগির সম্ভব নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরামর্শ দিয়েছি।” তার এই সাক্ষাৎকার প্রচারের ২৪ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা এসেছে এলিসি প্রাসাদ থেকে। সূত্র : রয়টার্স

৯ অক্টোবর, ২০২৫
শান্তির নোবেলের জন্য মরিয়া ট্রাম্প, আদৌ কি পাবেন?
শান্তির নোবেলের জন্য মরিয়া ট্রাম্প, আদৌ কি পাবেন?

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম আগামী শুক্রবার ঘোষণা করা হবে। এবারের নোবেল শান্তি পুরস্কারের মূল আলোচনায় রয়েছে একজনের নাম। তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। বহুদিন ধরেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন মার্কিন এই প্রেসিডেন্ট। বিজয়ীর নাম ঘোষণার সময় ঘনিয়ে আসায় নোবেল পুরস্কার পাওয়ার প্রচেষ্টা জোরদার করেছেন তিনি। এবার ইসরায়েল ও হামাসের মাঝে প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানে নিজের প্রস্তাবিত শান্তি চুক্তি পরিকল্পনার সঙ্গে এই বিষয়টিকে যুক্ত করেছেন তিনি। নিজেকে বরাবরই একজন ‌‘চুক্তিকারী’ ও ‘বৈশ্বিক মধ্যস্থতাকারী’ হিসেবে তুলে ধরা ট্রাম্প বিশ্বাস করেন, তার কূটনৈতিক বিভিন্ন উদ্যোগ; বিশেষ করে ২০২০ সালের ‘আব্রাহাম চুক্তি’ এবং সাম্প্রতিক ‘গাজা শান্তি চুক্তির রোডম্যাপ’ তাকে এই পুরস্কারের যোগ্য করে তুলেছে। তবে আন্তর্জাতিক কূটনীতি ও নোবেল পুরস্কারের প্রক্রিয়া বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রকাশ্য ও আক্রমণাত্মক প্রচারণায় ট্রাম্পের পুরস্কার জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।

৮ অক্টোবর, ২০২৫