logo

📰 SPORTS News

বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন তামিম
বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন তামিম
breaking

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন না। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে ইতোমধ্যে বোর্ডকে জানিয়েছেন তিনি। বিপিএল গভার্নিং কাউন্সিলের এক সদস্য ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, ক্রিকবাজকে তামিম বিষয়টির সত্যতা জানিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে (বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার) অনুরোধ করেছি আমার নামটা খেলোয়াড় ড্রাফট থেকে তুলে নিতে।’ ২০১২ সালে বিপিএলের সূচনার পর থেকে প্রতি আসরেই খেলেছেন তামিম। টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটারও তিনি। সাম্প্রতিক দুই আসরে ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। তবে এবার তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খুব একটা বিস্ময়ের জন্ম দেয়নি। স্বাস্থ্যগত জটিলতা, দীর্ঘ বিরতি এবং প্রস্তুতির স্বল্পতার কারণে মৌসুমে অংশ না নেওয়ার জোরালো ইঙ্গিত আগে থেকেই ছিল। এর সঙ্গে যোগ হয় ফরচুন বরিশালের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত—যারা সময়ের স্বল্পতাকে কারণ হিসেবে দেখিয়েছে। ৩৬ বছর বয়সী তামিম গত বছরের মার্চে একটি ঘরোয়া ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হন। সেই ঘটনার পর থেকে তিনি পেশাদার ক্রিকেটে আর ফিরেননি; মনোযোগ দিয়েছিলেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠায়। এ সময় তামিম ক্রিকেট প্রশাসনেও আগ্রহ দেখিয়েছিলেন। বিসিবি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সব মিলিয়ে দেশের অন্যতম সেরা ওপেনারের বিপিএল না খেলার সিদ্ধান্ত তার মাঠে ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলল।

১৭ নভেম্বর, ২০২৫
ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান
ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান
breakingkabirhat

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানকে পরপর তিনবার হারিয়ে হ্যাটট্রিক করেছিল ভারত। এবার দোহায় রাইজিং স্টার এশিয়া কাপে প্রতিশোধ নিলো পাকিস্তানের যুবারা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ে হেরে গেল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত ‘এ’ দল। জবাব মাজ সাদাকাতের ব্যাটিংয়ে ৮ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান শাহিন্স বা ‘এ’ দল (asia cup india vs pakistan cricket match)। কাতারের দোহায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। উবেদ শাহের প্রথম বলেই চার মেরে শুরুটা ভালো করেছিলেন বৈভব সূর্যবংশী। পরের ওভারে শাহিদ আজিজকে একটি চার এবং একটি ছয় মারেন। ভালো শুরু পেয়ে যায় ভারত। এরপরই শুরু হয় উইকেট হারানোর পালা। চতুর্থ ওভারে শহিদ তুলে নেন ওপেনার প্রিয়াংশ আর্যকে (১০)। প্রথম ম্যাচে বৈভব যেমন খেলেছিলেন, তার ধারেকাছেও যেতে পারলেন না এদিন। বরং কিছুটা ধীরগতিতেই খেলছিলেন। এদিনের পিচও ছিল মন্থর গতির। বল পড়ে ব্যাটে ভালোভাবে আসছিল না। ফলে বড় শট খেলা কঠিন হয়ে যাচ্ছিল। তবু বৈভব চেষ্টা করছিল বড় শট খেলার। সুফিয়ান মুকিম দশম ওভারে তুলে নেন ভারতের ওপেনারকে। মুকিম খেলেছিলেন এশিয়া কাপেও। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতকে বড় ধাক্কা দেয় পাকিস্তান। পাঁচটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪৫ করে সাজঘরে ফেরেন বৈভব। বৈভবের আগেই আউট হয়ে যান নমন ধীরও। তিনি ছ’টি চার এবং একটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৫ রান করেন। বৈভব ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। পরের দিকে নেমে হর্ষ দুবে (১৯) কিছুটা চেষ্টা করলেও ভারত বড় রান করতে পারেনি। ১৯ ওভারের মধ্যে ১৩৬ রানে অলআউট হয়ে যায় ভারতের যুবারা। এই রান পাকিস্তানের জন্য তোলা কঠিন ছিল না। তা ছাড়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আরও সহজ হয়ে যায়। দ্বিতীয় ওভারেই ১৪ রান দেন যশ ঠাকুর। পঞ্চম ওভারে গুরজপনীত সিংহ ১৮ রান দেন। পাকিস্তানের বোলাররা যেখানে নিয়ন্ত্রিত বল করছিলেন, সেখানে ভারতের বোলারদের লাইন-লেংথের কোনো ঠিক ছিল না। পাকিস্তানের অর্ধশতরানকারী ব্যাটার মাজ সাদাকাতের ক্যাচ দু’বার পড়েছে। এক বার ০ রানে, এক বার ৫৩ রানে। শেষ ক্যাচটি খুবই সহজ ছিল, যা ফেলে দেয় বৈভব। তবে দশম ওভারে যে বিতর্ক হয়েছে তা ছাপিয়ে গিয়েছে বাকি সব কিছুকেই। সেই সাদাকাতই ম্যাচ জিতিয়ে দেন। সাতটি চার এবং চারটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের হয়ে একটি করে উইকেট যশ এবং সুযশের।

১৭ নভেম্বর, ২০২৫
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
breaking

বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার দিক থেকে আগেই শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম। ফলে তিনিই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন। সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানো ম্যাচটি ছিল মুশফিকের ৯৯তম টেস্ট। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে সাবেক এই অধিনায়ক শততম টেস্ট খেলতে নামবেন। ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে মুশফিককে বড় সম্মাননা দিতে চায় বিসিবি। সেদিন মিরপুর হোম অব ক্রিকেটে দাওয়াত পাবেন মিস্টার ডিফেন্ডেবলের পরিবার। এ ছাড়া ক্রেস্টসহ ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট দেওয়া হবে বলেও জানা গেছে। সবমিলিয়ে ১৯ নভেম্বর শের-ই বাংলা স্টেডিয়াম মুশফিকের বন্দনায় যে মুখরিত থাকবে সেটি বলার আর অপেক্ষা রাখে না। ক্রিকেটাঙ্গনের অনেকেরই প্রশ্ন– শততম ম্যাচ খেলেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিক! ভক্ত-সমর্থকরা তা জানতে আগ্রহী। তবে জানা গেছে, লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক কেবল টেস্ট ফরম্যাটের দরজা খোলা রেখেছেন। যা নিয়ে আইরিশদের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের পর কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিকের শততম টেস্ট নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চায় ওই দিনটা বা ওই পুরো পাঁচ দিন আমরা উপভোগ করব। সম্মানের জায়গা তো আছেই। এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনও হয়নি। সুতরাং আমরা সবসময় আশা করি এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব।’

১৫ নভেম্বর, ২০২৫
১৬১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৬১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
breaking

দারুণ এক সকালে আধিপত্যের গল্পটা হয়তো লেখা হতো মাহমুদুল হাসান জয়ের দ্বিশতকে, তবে তা হয়নি। ১৭১ রানের মহাকাব্যিক ইনিংসে জয় থামলেও, বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকল ম্যাচ—এমনটাই জানিয়ে গেল সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন। আয়ারল্যান্ডের বোলাররা তিনটি উইকেট তুললেও লাঞ্চ পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ১৬১ রানে, হাতে এখনো ৬ উইকেট! দিনের শুরুটা ছিল বাংলাদেশের তরুণ ওপেনার জয়ের শেষ অধ্যায় দিয়ে। আগের দিন ১৫৪ থেকে ১৭১—ক্ল্যাসিক টেস্ট ইনিংসের সুন্দর সমাপ্তি। ২৮৬ বলের ইনিংসে ছিল ১৪ চার ও ৪ ছক্কার সাজানো এক ধৈর্যের প্রতিমূর্তি। ওভারনাইট পার্টনার মমিনুল হকও খেলেছেন দায়িত্বশীল এক ইনিংস, ৮২ রানে বিদায় নিয়েছেন ব্যারি ম্যাককার্থির বলে। তবে এখানেই থামেননি বাংলাদেশের রানের ধারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নামতেই বদলে যায় গতি। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে মাত্র ৬৯ বলে ৬১ রানে অপরাজিত আছেন তিনি। মুশফিকুর রহিমও একপাশে সঙ্গ দিয়েছিলেন, যদিও ৯৯তম টেস্টে ২৩ রানে আউট হয়ে যান। এরপর লিটন দাস নেমে দ্রুত ছন্দে ফিরেছেন, ২৪ বলে ১৯ রানে লাঞ্চে পৌঁছে দেন দলকে। ১১১ ওভারে বাংলাদেশের স্কোর এখন ৪৪৭/৪ — রানের গতি ৪-এর ওপরে। উইকেটে স্পিনারদের জন্য কিছুটা সহায়তা দেখা যাচ্ছে, কিন্তু এই লিডই ইতিমধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট হতে পারে। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাককার্থি ও ম্যাথিউ হামফ্রিজ নিয়েছেন দুটি করে উইকেট। তবে বাকি সবাই ছিলেন ব্যর্থ। বাংলাদেশ এখন চাইবে এই ইনিংসকে আরও বড় করা—বিশেষ করে মিরাজ, শান্ত, লিটনদের ব্যাটে যদি লিড ৩০০ ছাড়ায়, তাহলে সিলেটেই লেখা হতে পারে জয়ের আরেক ইতিহাস।

১৩ নভেম্বর, ২০২৫
সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তাইজুল
সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তাইজুল
breaking

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এই সিরিজে সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়ার সহজ সুযোগ টাইগার স্পিনার তাইজুল ইসলামের সামনে। আর সে জন্য নিজের সহজাত কাজটাই করে যেতে হবে তাকে। আইরিশদের বিপক্ষে ৯ উইকেট পেলে কিংবদন্তি সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলবেন তাইজুল। আর ১০ উইকেট পেলে গড়বেন ইতিহাস। এখন পর্যন্ত দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। ২৪৬ উইকেট নিয়ে তিনি আছেন শীর্ষে। তাইজুল ইসলামের উইকেটসংখ্যা ২৩৭টি। তাইজুল আর ১০ উইকেট পেলেই সাকিবকে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির মালিক হবেন। সাকিব ২৪৬ উইকেট পেয়েছেন ৭১ টেস্টে। তাইজুলের সুযোগ আছে আরও কম টেস্টেই তাকে ছাড়িয়ে যাওয়ার। ২৩৭ উইকেট নিয়েছেন তিনি ৫৫ টেস্টে। অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, সাকিবের চেয়ে অনেক কম টেস্ট খেলেই তাকে টপকাবেন তাইজুল। লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। ৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়েছেন তিনি। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।

১১ নভেম্বর, ২০২৫
মেসির জোড়া গোল ও রেকর্ড অ্যাসিস্টে ইতিহাস গড়ে সেমিতে মায়ামি
মেসির জোড়া গোল ও রেকর্ড অ্যাসিস্টে ইতিহাস গড়ে সেমিতে মায়ামি
breaking

ইন্টার মায়ামির নামের পাশে চারটি গোল, প্রতিটিতেই অবদান রয়েছে লিওনেল মেসির। এই আর্জেন্টাইন মহাতারকা প্রথমার্ধে দুই গোলে লিড এনে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের দুই গোলে অ্যাসিস্ট করেছেন। এর মধ্য দিয়ে বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে প্রথমবার ৪০০তম গোলে বলের যোগান দিলেন মেসি। তার ব্যক্তিগত নৈপুণ্যের দিনে নিজেদের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপের সেমিফাইনালে উঠল মায়ামি।

৯ নভেম্বর, ২০২৫
এ বছরই ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ!
এ বছরই ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ!
breaking

আগামী ডিসেম্বরে ঢাকায় বসছে লাতিন-বাংলা ফুটবল সুপার কাপ। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবেন ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ পর্যায়ের ফুটবলাররা। এ টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাজিলে আসবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবেও একজন কিংবদন্তি ফুটবলার, যদিও সেটি এখনও চূড়ান্ত হয়নি। আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবে আসতে পারেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, গাব্রিয়েল বাতিস্তুতা কিংবা ক্লদিও ক্যানেজিয়া—এই তিনজনের একজন। আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। আসাদুজ্জামান বলেন, ‘এই টুর্নামেন্ট করার মূল উদ্দেশ্য বাংলাদেশের তরুণ ফুটবলারদের উদ্বুদ্ধ ও উজ্জীবিত করা। আমরা কাফুর সঙ্গে যোগাযোগ করেছি। তার সঙ্গে চুক্তিও হয়েছে। আশা করি, আগামী মাসে তিনি ঢাকায় আসবেন। আমরা ভেরন, বাতিস্তুতা, ক্যানেজিয়ার সঙ্গেও কথা বলছি। তাদের একজন আসতে পারেন। এখনো সেটা চূড়ান্ত হয়নি।’ তিন দলের সুপার কাপে অংশ নিতে ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দল। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দল। বাংলাদেশ দল গঠন করা হবে অনূর্ধ্ব–১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে। ৫ থেকে ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার তিনটি ম্যাচ। প্রথম দিন বাংলাদেশ খেলবে ব্রাজিলের বিপক্ষে। এরপর ৮ ডিসেম্বর প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। আর ১১ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল–আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব। সাধারণ দর্শকেরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। টিকিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি।

৮ নভেম্বর, ২০২৫
৩৬ বলে ২১ ছক্কায় বাংলাদেশের ওপর টর্নেডো বইয়ে দিলো অস্ট্রেলিয়া
৩৬ বলে ২১ ছক্কায় বাংলাদেশের ওপর টর্নেডো বইয়ে দিলো অস্ট্রেলিয়া
breaking

মংককের মিশন রোড মাঠে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ২ উইকেটে রেকর্ড ১৪৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছিল বাংলাদেশ। এ হারের ফলে বাংলাদেশ নেমে গেল প্লেট পর্বে। আগামীকাল রোববার প্লেট সেমি-ফাইনালে খেলবে তারা। প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন অজি ব্যাটাররা। ৬ ওভারের ম্যাচে গুণে গুণে ২১ ছক্কা হজম করেছেন আবু হায়দার রনিরা। তাদের তুলোধুনো করে এবারের আসরের সর্বোচ্চ রানের রেকর্ডটাও গড়েছে অস্ট্রেলিয়া। ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রান করে বাধ্যতামূলক অবসরে যান বেন মেকডেরমট। ৫ ছক্কায় ৬ বলে ৩০ রান করে আউট হন উইলিয়াম বসিস্টো। অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ২ চার ও ৭ ছক্কায় ১১ বলে ৫০ রান। বড় টার্গেট তাড়ায় নেমে প্রথম ওভারেই তিন ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর মাত্র ১৯ রানের মাথায় ৪ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়েন রকিবুল হাসান ও আবু হায়দার রনি। ১ চার ও ৩ ছক্কায় ১০ বলে ২৫ রান করেন রকিবুল। শেষ দিকে একা ব্যাটিং করা রনির ব্যাট থেকে আসে ২ চার ও ৭ ছক্কায় ১৮ বলে ৫০ রান।

৮ নভেম্বর, ২০২৫
স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ
স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ
breaking

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর যেন মৃত্যুকে খুব কাছ থেকে দেখা হয়ে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। দেশে এখন মহামারি ডেঙ্গুতে প্রতিদিনই শোনা যাচ্ছে মৃত্যুর খবর। সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি তুলে ধরেছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত প্রোফাইলে কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (সিএইচডিউ) একটি ছবি পোস্ট করেছেন মিষ্টি। ছবিটির সঙ্গে তিনি লিখেছেন গত সপ্তাহের সেই দুঃসহ সময়ের কথা। মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী নিজের সেই স্ট্যাটাসে লেখেন, ‘এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় না করাক। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময় (27/10/2025)। এই দরজার ভিতরে ঢুকার আগে সে যখন আমাকে বললো আমি যেন তাকে ক্ষমা করে দেই, সেটা শুনেও আমি এমন ভান করলাম যেন কিছুই হয়নি, হবেও না ইনশাআল্লাহ। ওই সময় নিজেকে খুব শক্ত করে সামলালাম এখন সেটা ভেবে নিজের কাছেই খুব অবাক লাগছে সেই আমি কিভাবে এতো শক্ত ছিলাম।’ জান্নাতুল কাওসার মিষ্টি আরও যোগ করেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম যে আমার আল্লাহ আমাকে সবরের পরীক্ষা করছিলেন, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবোই হব ইনশাআল্লাহ। কিন্তু যতক্ষণ তার পাশে ছিলাম মনে মনে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম তার হায়াত কতটুকু সেটা তো একমাত্র আল্লাহই জানেন। সর্বক্ষণ দোয়া আর জিকিরে কিভাবে যেন সেই কঠিন সময়টুকু পার হয়ে গেল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মহান, পরম দয়ালু। তার দয়ার কাছে আমি চিরকৃতজ্ঞ। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভোলা যায় না। সেই কঠিন সময়টুকু এখনো বার বার মনে পড়ছে, হয়তো এই ট্রমা কাটতেও সময় লাগবে।’

৪ নভেম্বর, ২০২৫
বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা
বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা
breaking

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর মনোনীত করে সোমবার (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে। চলতি বছরের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর এনএসসি যাদের মনোনয়ন দিয়েছিল, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক তৈরি হয়। আজকের এনএসসির চিঠিতে জানানো হয়, ইসফাক আহসান পদত্যাগ করায় তার স্থলেই রুবাবাকে মনোনীত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে রুবাবা দৌলা ছাড়া মনোনীত অন্য কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ২০০৭-০৮ পর্যন্ত প্রায় দেড় বছর বিসিবির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ারা আনিস মিনু। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন দৌলা। আজ বিসিবি সভায় তিনি পরিচালক পদ গ্রহণ করবেন। রুবাবা বর্তমানে ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন। ক্রীড়াজগতে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

৩ নভেম্বর, ২০২৫
জাকের আলি ক্যামব্যাক করবে, বিশ্বাস লিটনের
জাকের আলি ক্যামব্যাক করবে, বিশ্বাস লিটনের
breaking

সর্বশেষ এশিয়া কাপ থেকে ব্যাট হাতে বাজে সময় যাচ্ছে জাকের আলি অনিকের। ক্যারিয়ারের শুরুতে যে আগ্রাসী জাকেরকে দেখা গিয়েছিল, এখন ব্যাটে-বলেই হচ্ছে না তার। একইভাবে অফসাইডের বল টেনে লেগে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিচ্ছেন। মাঝে একাদশ থেকেও বাদ পড়েছিলেন জাকের। এরপর দলে ফিরে সেই পুরোনো চিত্র। তবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের বিশ্বাস– জাকের শিগগিরই ছন্দে ফিরবেন। গতকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও জাকের ৩ বলে ৫ রান করে আউট হয়ে যান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে কেবল একবার ৩০ পেরিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ৫ ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। জাকেরের অফফর্ম নিয়ে ম্যাচ শেষে লিটন বলেন, ‘কামব্যাকের একটাই অপশন– সাহস রাখা, খুব একটা চিন্তিত না হওয়া। চিন্তিত হলে নেতিবাচক চিন্তাই বেশি আসবে। যদি ইতিবাচক চিন্তা আসে তার জন্য খুবই ভালো।’ সতীর্থকে ফর্মে ফেরার পরামর্শ দিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সবসময় বলব– নিজেকে ব্যাক করা, সময় দেওয়া এবং যে মানুষগুলো হেল্প করে সবসময় তাদের সঙ্গে ওঠাবসা করা। আমার মনে হয় সে শিগগিরই কামব্যাক করবে, ভালোভাবেই কামব্যাক করবে।’ দলের বাকিদের ওপরও আস্থা রাখছেন লিটন, ‘যে প্লেয়াররা দলে খেলেছে, সবাই পরীক্ষিত। এমন ২-১টা সিরিজ যেতেই পারে। একটা খেলোয়াড়ের ৫-৬টা ম্যাচ খারাপ যেতেই পারে। এর মানে সে খারাপ খেলোয়াড় না।’ ‘সবাই জানে তার কোথায় উন্নতি করতে হবে। বারবার খেলোয়াড় পরিবর্তন করলেও একই থাকবে ফলাফল। নতুন খেলোয়াড় খুব ভালো ফিডব্যাক না দিলে একই জায়গায় আটকে থাকবে। যারা অনেকদিন ধরে খেলছে তাদের নিয়ে আরেকটু এগোলে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি’, আরও যোগ করেন লিটন। দলের বেশ কয়েকজন ক্রিকেটারের লেগ সাইডে খেলার প্রবণতা নিয়ে লিটন বলেন, ‘আপনার স্কিল যত উন্নতি হবে ততই ভালো। কখন কাজে লাগাবেন সেটা আপনার ওপর। কারও স্কিল যদি অনেক বেশি থাকে খারাপ হওয়ার তো কিছু নেই। অবশ্যই ব্যাটারদের স্কিল বাড়াতে হবে, সব ধরনের শট খেলতে হবে। হাতেগোনা ক’জন ব্যাটার সুইপ-রিভার্স সুইপ খেলি। বিশ্ব ক্রিকেট এখন অনেক এগিয়ে গেছে। এমন উইকেটে ব্যাটাররা সুইপ–রিভার্স সুইপ খেলে। এখানে আমরা পিছিয়ে আছি। এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আপনি যতটা পারেন স্কিল বাড়াবেন। তার বাস্তবায়ন নির্ভর করবে গেমের ওপর।’

১ নভেম্বর, ২০২৫
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
breaking

আরো আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগ গুলোতে নিয়মিত খেলেন তিনি। কিন্তু কিছু দিন আগে ইনজুরিতে পড়ায় আছেন মাঠের বাইরে। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন রিয়াদ। এ তথ্য নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।

৩০ অক্টোবর, ২০২৫
সিডনিতে মৃত্যুর মুখ থেকে ফিরে যা বললেন শ্রেয়াস
সিডনিতে মৃত্যুর মুখ থেকে ফিরে যা বললেন শ্রেয়াস
breaking

সিডনির মাঠে সেটি তখন একদম সাধারণ একটা মুহূর্ত—একটি ডাইভিং ক্যাচ, দর্শকদের উল্লাস, আর হঠাৎই নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পর বোঝা গেল, কিছু একটা ভয়ংকর ঘটেছে। ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার পড়ে আছেন মাঠে, পেট চেপে ধরেছেন দুই হাতে। পরবর্তী কয়েক ঘণ্টা হয়ে ওঠে জীবনের সঙ্গে লড়াইয়ের সময়। আর আজ, সেই মৃত্যুর ছায়া পেরিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি—জানালেন তিনি ধীরে ধীরে ভালো হচ্ছেন প্রতিদিন আরও একটু করে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলেন ভারতীয় দলের এই নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটার। কিন্তু ম্যাচের মাঝেই ঘটে যায় দুর্ঘটনা। অ্যালেক্স কেরিকে অসাধারণ এক ডাইভে ক্যাচ ধরার পরপরই আইয়ার মাটিতে লুটিয়ে পড়েন। সবাই ভেবেছিল সামান্য পাঁজরের চোট; কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল আসল ভয়াবহতা—গ্রেড-টু স্প্লিন ল্যাজারেশন, অর্থাৎ প্লীহায় গভীর ক্ষত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ। তৎক্ষণাৎ তাকে নেওয়া হয় সেন্ট ভিনসেন্টস হাসপাতালে, যেখানে জরুরি চিকিৎসায় মৃত্যুর মুখ থেকে টেনে আনা হয় তাকে। চিকিৎসকরা জানান, আইয়ারের রক্তচাপ দ্রুত নিচে নেমে গিয়েছিল, পরিস্থিতি তখন ছিল অত্যন্ত সংকটজনক। সৌভাগ্যবশত, অপারেশন ছাড়াই রক্তপাত থামানো সম্ভব হয়। ঘটনার প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার সকালে শ্রেয়াস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন— ‘আমি এখন সেরে ওঠার পথে, প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি। সারা বিশ্বের ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও শুভেচ্ছা পেয়েছি, তা সত্যিই আমার জন্য অনেক বড় আশীর্বাদ। সবাইকে ধন্যবাদ—আমার জন্য প্রার্থনা করার জন্য।’ এই বার্তাটিই এখন যেন ভারতীয় সমর্থকদের জন্য এক বিশাল স্বস্তি। কারণ ঘটনার পর থেকে দলের ভেতরে-বাইরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এমনকি ডাক্তারদেরও আশঙ্কা ছিল, দেরি হলে ঘটনাটি প্রাণঘাতী হয়ে উঠতে পারত। খেলার বিশ্লেষক গ্রিনস্টোন লোবো বলেন, ‘আইয়ার ভীষণ ভাগ্যবান। যে ধরণের স্প্লিন ইনজুরি ওর হয়েছিল, সেখানে কয়েক মিনিটের বিলম্বও ভয়াবহ হতে পারত। তবে আমি নিশ্চিত, এই অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করে তুলবে।’ আইসিইউ থেকে ফিরলেও এখনো সম্পূর্ণ বিশ্রামে আছেন শ্রেয়াস। আপাতত কোনো ক্রিকেট কার্যক্রমে ফেরার সম্ভাবনা নেই এই বছরের শেষের আগে। তবে বোর্ড ও তার সতীর্থদের বিশ্বাস—এই চোট কাটিয়ে তিনি আরও শক্ত হয়ে ফিরবেন, যেমনটা করেছেন আগেও পিঠের অস্ত্রোপচারের পর। সিডনির সেই দুঃস্বপ্ন আজও চোখে ভাসে, কিন্তু শ্রেয়াসের এই বার্তা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে নতুন আলো জ্বেলেছে—মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক যোদ্ধার প্রত্যাবর্তনের শুরু এটিই।

৩০ অক্টোবর, ২০২৫
ম্যাচ হেরে যে ব্যাটারকে কাঠগড়ায় তুললেন লিটন
ম্যাচ হেরে যে ব্যাটারকে কাঠগড়ায় তুললেন লিটন

ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ছোট্ট ক্যামিও ইনিংস খেলার সুনাম রয়েছে শামীম হোসেন পাটোয়ারীর। তবে প্রায়ই নিজের কাজটুকু ঠিকঠাক করতে ব্যর্থ হন তিনি। আউট হন বাজে শট খেলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে শামীমকে কাঠগড়ায় তুললেন অধিনায়ক লিটন দাস। ৩৮ রানে ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন শামীম। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। ৪ বলে ১ রান করা শামীম যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তাতে হতাশ অধিনায়ক লিটন। শামীমকে নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছি। শামীম যেভাবে ব্যাট করেছে, ওর ব্যাটিংয়ে আমি খুব হতাশ হয়েছি। তাকে এটা নিয়ে ভাবতে হবে। সবসময় ক্রিজে এসে মারলেই হবে না। কখনো কখনো দায়িত্ব নিতে হয়, নিতে হবেই।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগার বোলাররা ভালো করলেও শেষদিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। বিশেষ করে শেষ ৩ ওভার খরুচে বোলিং করে তারা। শেষ ওভারগুলোতে আরও ভালো করা প্রয়োজন ছিল বলে মনে করেন লিটন। ম্যাচ হেরে যে ব্যাটারকে কাঠগড়ায় তুললেন লিটন তিনি বলেন, ‘প্রথম ১০ ওভার তারা দারুণ ব্যাট করেছে। উইকেটটা কিছুটা ধীর ছিল। আমরা যদি শুরুতেই উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে থাকত। শেষের ওভারগুলোয় আমাদের আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার ছিল। পরের ম্যাচে এটাতে আমরা নজর দিব।’

২৮ অক্টোবর, ২০২৫
মেসির জোড়া গোলে ন্যাশভিলেকে হারাল মায়ামি
মেসির জোড়া গোলে ন্যাশভিলেকে হারাল মায়ামি
breaking

বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির জোড়া গোলে ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। শনিবার (২৫ অক্টোবর) উড়ন্ত হেডে দুর্দান্ত এক গোল করে তাক লাগিয়ে দেন মেসি। ম্যাচের আগে লিগের কমিশনার ডন গারবার গোল্ডেন বুট পুরস্কার তুলে দেন ফুটবলের মহাতারকার হাতে। ন্যাশভিলের বিপক্ষে লিড পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ম্যাচের ১৯ মিনিটে দলকে লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস বক্সের মাঝামাঝিতে দাঁড়ানো এই তারকা ডানদিকে শরীরটা হালকা শূন্যে ভাসিয়ে হেড দিয়েছেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচ বিরতিতে গড়ায়। ৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ২-০ গোলের লিড পায় মায়ামি। নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত ১২ মিনিট যোগ করা হয়। সেই অতিরিক্ত সময়ে ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। মায়ামি ফুটবলারের বাড়ানো বল হাতে আটকে রাখতে পারেননি ন্যাশভিলে গোলরক্ষক, ফসকে যাওয়া বলটি আলতোভাবে ফাঁকা জালে জড়ান তিনি। এরপর হানি মুখতারের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। এদিকে মেসির হাতে গোল্ডেন বুট তুলে দিতে পেরে গর্বিত মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার। তিনি বলেন, ‘আমরা কোনোদিন ভাবতেও পারিনি, লিও এই ক্লাব, এই শহর এবং এই লিগের জন্য এতটা দিতে পারবে। তিনি মেজর লিগ সকারের গতিপথই বদলে দিয়েছেন। অথচ আমরা তখনও বেশ ভালো অবস্থানে ছিলাম। আগামী তিন বছর তাকে পেয়ে আমরা আসলে এক অসাধারণ উপহার পাচ্ছি। আশা করি, এটি সেই উপহার হবে যা বারবার আনন্দ এনে দেবে।’

২৫ অক্টোবর, ২০২৫
বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ
বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ
breaking

ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে এক পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ। সৌম্য সরকার ও সাইফ হাসানের জোড়া ফিফটি, এরপর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনদের ঘূর্ণিঝড়ে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে আবারও হাসির ঝলক। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দীর্ঘ বিরতির পর আবারও সিরিজ জয়ের মুখ দেখল বাংলাদেশ। মিরপুরের সবুজ গ্যালারি সাক্ষী হয়ে রইল রইল একঘূর্ণি নৈপুণ্যের, যেখানে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে স্বাগতিকরা ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয় শুধু সিরিজ জয়ের নয়, মিরাজের অধিনায়কত্বের প্রথম মুকুটও বটে। দুপুরে টস জিতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম উইকেটে দুজন মিলে গড়েন ১৭৬ রানের জুটি—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শুরুতেই। সৌম্য ৮৬ বলে ৯১ ও সাইফ ৭২ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন। মাঝের সারিতে হৃদয় (২৮) ও শান্ত (৪৪) দলকে ২৯৬ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। প্রতিপক্ষের বোলারদের মধ্যে একমাত্র আকিল হোসেনই কিছুটা সফল ছিলেন; ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট তুলে নিয়ে দলের লজ্জা কিছুটা কমান তিনি। বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ কিন্তু এরপর যা হলো, তা ছিল একতরফা ঘূর্ণি উৎসব। স্পিনারদের সামনে ক্যারিবীয় ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। শুরুটা করেন নাসুম আহমেদ—দুর্দান্ত নিয়ন্ত্রণে ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। তাকে দারুণভাবে সঙ্গ দেন তানভির ইসলাম (২/১৬) ও রিশাদ হোসেন (৩/৫৪)। নেতৃত্বে থেকেও নিজের ছাপ রাখেন মিরাজ, নেন ২ উইকেট। পুরো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ টিকেছিল মাত্র ৩০.১ ওভার। তাদের ইনিংস গুটিয়ে যায় ১১৭ রানে। কেবল আকিল হোসেন কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন—১৫ বলে ২৭ রানের ইনিংস খেলে। বাকিরা কেউই ঘূর্ণি সাম্রাজ্য ভেদ করতে পারেননি। এ জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় (১৭৯ রানে) এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয়।

২৩ অক্টোবর, ২০২৫
সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
breaking

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দারুণ জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে ১ রানে হারে স্বাগতিকরা, আর তাতে সিরিজ এখন ১-১ সমতায়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দুই বছর পর ঘরের মাঠে সিরিজ হার ঠেকানোর পরীক্ষা বাংলাদেশের সামনে। ‘ডু অর ডাই’ ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। মাঠে পারফরম্যান্সেও পার করছেন বাজে সময়। তাছাড়া তার অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। বোলিং লাইনআপে পরিবর্তন আসার সম্ভাবনা কম থাকলেও পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং লাইনআপে। শুরুতে শট খেলতে পারায় তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। লোয়ার মিডল অর্ডারে জাকের আলীকে নেওয়ার সুযোগ আছে। যদিও ওই সম্ভাবনা জোরালো নয়। ওপেনিংয়ে সাইফকে বসালে ষষ্ঠ বোলিং অপশনের ভাবনাটাও থাকবে অধিনায়কের। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান/তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

২৩ অক্টোবর, ২০২৫
যাদের পরিকল্পনায় সুপার ওভারে নামেননি রিশাদ
যাদের পরিকল্পনায় সুপার ওভারে নামেননি রিশাদ
breaking

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দুই ম্যাচেই ব্যাট হাতে ঝোড়ো ক্যামিও খেলেছেন রিশাদ হোসেন। বিশেষ করে গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন বেশি আগ্রাসী। নয় নম্বরে ব্যাট করতে নেমে রিশাদ ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন। অন্যরা যেখানে রানের জন্য ধুঁকছে, সেখানে আগ্রাসী রিশাদকেই তো প্রয়োজন ছিল সুপার ওভারে। কিন্তু তাকে নামাল না বাংলাদেশ। মূল ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল সমান ২১৩। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেকোনো ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বাংলাদেশের কোনো ম্যাচ টাই হলো। ক্যারিবীয়দের ১১ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে নামেন সাইফ হাসান ও সৌম্য সরকার। পরে সৌম্য আউট হলে নামানো হয় নাজমুল হোসেন শান্তকে। কিন্তু শেষ ৫ বলে তারা ৬ রানের সমীকরণ মেলাতে পারেননি। ফলে ইনফর্ম ব্যাটার রিশাদকে কেন নামানো হলো না সেই প্রশ্ন–ই জোরালো হয়ে ওঠে। ম্যাচ হারের পর রিশাদকে ব্যাটিংয়ে না নামানোর কারণ জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকারের কাছে। জবাবে বাঁ-হাতি এই ওপেনার বলেন, ‘ওটা কোচ আর অধিনায়কের পরিকল্পনা ছিল। তাদের পরিকল্পনার একটা অংশ ছিল এটা। তারা চিন্তা করেছে যে মেইন ব্যাটসম্যানদের পাঠাবে।’ সংবাদ সম্মেলনে সৌম্য সরকার এখানেও ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন মেলানো হয়েছে বলে জানান সৌম্য, ‘এটা নিয়ে আমরা সবাই চিন্তা করিনি, কোচ আর অধিনায়কের হাতে ছিল। আমরা জানতাম না যে আকিল হোসেন বল করবে। যদি আমরা দুজন বাঁ-হাতি ব্যাটসম্যান নেমে যেতাম এবং তখন কোনো অফ স্পিনার আসতো, তাহলে বিপদে পড়তাম। এজন্যই বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন রাখা হয়েছিল। আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন, ওরাও কিন্তু বাঁহাতি-ডানহাতি মিলিয়েই ব্যাটিং করেছে।’ ৫ বলে ৬ রান করতে না পারার পেছনে উইকেটের দায় দিয়ে এই তারকা ব্যাটার বলেন, ‘আমার জন্য এটা ব্যর্থতা। একজন বাঁ-হাতি স্পিনার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে একটা বাউন্ডারি আদায় করতে পারব। তবে এটাও ঠিক যে উইকেটটা সহজ ছিল না, সহজে চার-ছক্কা মারার মতো ছিল না। বলটা অনেক পুরোনো হয়ে গিয়েছিল।’ ‘৫০ ওভারের পর বল মারলেও যাচ্ছিল না। বড় হিট করতে গেলে উইকেটেরও সাহায্য লাগে। বলটা একটু স্লো আসছিল এবং টার্ন ছিল অনেক বেশি। পরেরবার যদি এমন উইকেট থাকে, তাহলে সেভাবেই অনুশীলন করতে হবে যে কীভাবে ছয় মারা যায়’, আরও যোগ করেন সৌম্য।

২২ অক্টোবর, ২০২৫
ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক
ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশড হওয়ার ধকল কাটিয়ে উঠার খুব একটা সময় পায়নি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর আশায় নতুন অভিযানে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টায় শুরু হবে খেলা। আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর বেশ কিছু পরিবর্তন এসেছে দলে। প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হলো সিরিজের প্রথম ম‍্যাচেই। তরুণ উইকেটরক্ষক-ব‍্যাটারকে ক‍্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। এ ছাড়া দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার। দলে জায়গা হারিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। জায়গা হয়নি মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানাদের। একাদশে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। অন্যদিকে, তিনজন করে পেসার ও স্পিনার নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ সাজিয়েছে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে কিছুটা আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে নিজেদের পছন্দের এই ফরম্যাটেই যেন বেশি ধুঁকছে টিম টাইগার্স। ওয়ানডেতে সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২০২৭ বিশ্বকাপের টিকিট কাটতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, খ্যারি পিয়ের, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড। এফআই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট

১৮ অক্টোবর, ২০২৫
জাতির সামনে প্রশ্ন ছুড়ে দিলেন নাসির
জাতির সামনে প্রশ্ন ছুড়ে দিলেন নাসির

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের পর দেশে ফিরে সমর্থকদের তোপের মুখে পড়েন ক্রিকেটাররা। ব্যর্থ ওয়ানডে সিরিজ শেষে দুটি আলাদা ফ্লাইটে বুধবার (১৫ অক্টোবর) দেশে ফেরেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সন্ধ‌্যার পরপরই নাঈম শেখ, মুস্তাফিজ, সাইফ, হাসান, রিশাদ, তানজিম, তাসকিনরা বের হন বিমানবন্দর থেকে। দেশে পা রেখেই অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় তাদের। ভুয়া-ভুয়া স্লোগান, পরিবার তুলে গালাগাল চলতে থাকে। তাওহীদ হৃদয় ও নাঈম শেখদের গাড়ি লক্ষ্য করে সমর্থকদের রোষানল ছিল বেশি। স্বভাবতই তাতে মনঃক্ষুণ্ন হয়েছেন নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন তিনি, যদিও তাতে সমর্থকদের মন জয় করতে পারেননি এই ওপেনার। নাঈম শেখের পথে হেঁটেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতির সামনে প্রশ্ন ছুড়ে দেন তিনি। নিজের সেই পোস্টে নাসির লেখেন, আমরা ক্রিকেট প্লেয়ার। তার থেকেও বড় পরিচয় আমরা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ কোনো রোবট নই যে অনুভূতি নেই । জিতে গেলে ১৭ কোটি মানুষ আনন্দ পায় উল্লাস করে, তাহলে হেরে গেলে কেন শুধু ১১ জন কষ্টের দায়ভার বহন করবে? তিনি আরও লেখেন, আমার প্রশ্ন জাতির কাছে কেউ কি ইচ্ছে করে হেরে যায় বা হারতে চায়? আনন্দ যদি ভাগাভাগি করে নেওয়া যায় তবে কষ্টের সময় একটু সহানুভূতি কি দেখানো যেতে পারে না? কটুকথা না শুনিয়ে, আত্মবিশ্বাসে আঘাত না করে, মনোবল বৃদ্ধি করা বা জয়ের পথে এগোতে একটু কি উৎসাহ দেওয়া যায় না? ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামীতে আমরাও ভালো করব। আমরা আরও শক্তিশালী হয়ে মোকাবিলা করে দেখিয়ে দিতে চাই। আর চাই, ১৭ কোটি মানুষের ভালোবাসা, দোয়া আর সমর্থন ।

১৬ অক্টোবর, ২০২৫
এশিয়ান কাপ ফুটবল খেলতে যে সমীকরণ বাংলাদেশের সামনে
এশিয়ান কাপ ফুটবল খেলতে যে সমীকরণ বাংলাদেশের সামনে

এশিয়ান কাপে নিজেদের সবশেষ ম্যাচটা একরাশ হতাশাই উপহার দিয়ে গেছে বাংলাদেশকে। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের ওই ম্যাচটা জিততে পারলে পরিস্থিতিটা কী দারুণই না হতে পারত বাংলাদেশের! তবে সেই হারের পরও বাংলাদেশের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে যায়নি। সমীকরণ মিলাতে পারলে এবারই এশিয়ান কাপের মূল পর্বে চলে যেতে পারবে হামজা চৌধুরীরা। বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা। যদি পরের তিনটি ম্যাচ জেতা যায়, তবেই এশিয়ান কাপের টিকিট মিলবে দলের। বর্তমানে ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। পরের তিন ম্যাচ জিতলে ১০ পয়েন্টে গিয়ে ঠেকবে দলের পয়েন্ট। তখনও অবশ্য কাজ শেষ হয়ে যাবে না। নজর রাখতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকেও। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। মূল পর্বে খেলতে হলে ‘তাদের ক্ষতির’ প্রার্থনা করতে হবে। কোনোভাবেই সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে হংকং জিততে পারবে না। সেটা হলে ১০ পয়েন্ট হয়ে যাবে হংকংয়ের। এদিকে বাংলাদেশকে হারাতে হবে ভারতকে। সেটা হলেই মোটামুটি এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে টিকিট কাটবে দল। হারাতে পারলে ভারতকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। কিন্তু সিঙ্গাপুরও হতে পারে মাথাব্যথার কারণ। তারাও যত কিছুই করুক না কেন, যাতে ১০ পয়েন্ট ছুঁতে না পারে, সেদিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। সব মিলিয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এখন সহজ। হংকং, ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে প্রতিটি ম্যাচে। সঙ্গে হংকং আর সিঙ্গাপুরের অনিষ্টও চাইতে হবে দলের।

১৪ অক্টোবর, ২০২৫
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

চলমান অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তারা। এদিন দলের পক্ষে জোড়া গোল করেন ক্যারিসো। এ ছাড়া একটি করে গোল করেন সারকো ও সিলভেট্টি। খেলার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম মিনিটেই ডিলান গোলোসিতোর পাস থেকে আলেহো সারকো গোল করে দলকে ১-০ তে এগিয়ে দেন। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি আলবিসেলেস্তাদের। ম্যাচের ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে মাহের ক্যারিসো গোলরক্ষকের পোস্টে লেগে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়িয়ে করেন ২-০। প্রথমার্ধের শেষ দিকে নাইজেরিয়া দুটি সুযোগ পেয়েছিল গোল পরিশোধের, তবে আর্জেন্টিনার গোলরক্ষক বারবি দুর্দান্তভাবে তা প্রতিহত করে দলকে ক্লিন শিট ধরে রাখতে সাহায্য করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বলের দখল নিতে চেষ্টা করে নাইজেরিয়া, তবে গোছালো আক্রমণ করতে ব্যর্থ হয় তারা। উল্টো আরও এক গোল হজম করে বসে তারা। মাঝমাঠে বল ছিনিয়ে নিয়ে মিল্টন ডেলগাডো নিখুঁত এক পাস বাড়ান মাহের ক্যারিসোর উদ্দেশ্যে। দারুণ ফিনিশিংয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ম্যাচের চতুর্থ গোলটি আসে সিলভেট্টির পা থেকে। প্রতিপক্ষের রক্ষণভেদ করে চমৎকার এক ড্রিবল শেষে গোলরক্ষকের ডানপাশ দিয়ে বল জালে পাঠান এই ফুটবলার। সহজ এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ মেক্সিকো।

৯ অক্টোবর, ২০২৫
হংকং ম্যাচের আগে সমর্থকদের যা বললেন হামজা
হংকং ম্যাচের আগে সমর্থকদের যা বললেন হামজা
breaking

আগামী ৯ অক্টোবর হংকং, চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এ ম্যাচের জন্য আজ (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। দেশে এসেই সমর্থকদের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছেন এ মিডফিল্ডার। যেখানে সবাইকে সমর্থন করতে আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার। ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। ইনশা- আল্লাহ আমরা সাক্সেসফুল হবো। ৯ তারিখ আমরা হংকংয়ের সাথে খেলতে নামবো। ইনশা- আল্লাহ সবাই আমাদের সাপোর্ট দেবেন।’ এদিকে হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার। মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথমবার খেলতে দেশে আসেন। তখন সিলেট বিমানবন্দরে উপচে পড়া ভীড় ছিল। তার বাড়ি হবিগঞ্জও ছিল লোকে লোকারণ্য। জুন উইন্ডোতে হোম ম্যাচের সময় তার আগমন নিয়ে ছিল অনেক উন্মাদনা। মার্চ ও জুনে স্টেডিয়ামে বসে হামজার খেলা দেখেছেন বাবা-মা। এবার অবশ্য হামজা একাই এসেছেন। ৯ অক্টোবর ঢাকায় খেলে পরের দিনই আবার হংকং যাবেন। ১৪ অক্টোবর হংকং খেলে সেখান থেকেই ইংল্যান্ড রওনা হওয়ার সূচি। বাংলাদেশের জার্সিতে হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা। ৯ অক্টোবর বাংলাদেশ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হবে।

৬ অক্টোবর, ২০২৫
বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
breaking

বহু নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট প্রয়োগ করবেন নির্বাচিত পরিচালকরা। সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহসভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফল ঘোষণা করা হবে। এবারের বিসিবি নির্বাচনে মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। যদিও একেবারে শেষ মুহূর্তে গেল রাতে ভোট বর্জন করেছেন ক্লাব ক্যাটাগরির প্রার্থী ফায়জুর রহমান ভূঁইয়া। সরাসরি ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলের। এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। ক্যাটাগরি ১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার দুই পরিচালক। বরিশাল ও সিলেট থেকেও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ১-এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। আর ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মাঝে। এদিকে, দেশের সব জেলায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটের উন্নয়ন করা। আমি ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বীতা করছি এবং ঢাকায় ১৭টি জেলা আছে। আমি মনে করি আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন সেরা নির্বাচন

৬ অক্টোবর, ২০২৫