
মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল ১০.০০টা থেকে ১১.৪০ টা প্রাথমিক শাখা (৩য়,৪র্থ,৫ম) এবং ২.০০ থেকে ৩.৪০ পর্যন্ত নিম্ন মাধ্যমিক শাখা(৬ষ্ঠ,৭ম,৮ম) এ দু শীপ্টে ‘আসিফ মওদুদ বৃত্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে মানিকপুর উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী ছানা উল্যা খাঁন,সাধারণ সম্পাদক মাস্টার সোহরাব হোসেন শামীম এবং যুগ্মসম্পাদক মাস্টার গোলাম সরোয়ারের সার্বিক তত্ত্বাবধানে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আসিফ মওদুদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক বাংলাদেশের সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহম্মদের সহধর্মিণী, নোয়াখালী ৫ আসনের সাবেক সাংসদ হাসনা জসীম উদ্দীন মওদুদ। আজ থেকে ৪০ বছর পূর্বে ১৯৮৪ খ্রিষ্টাব্দে মরহুম ব্যারিস্টার মওদুদ আহম্মদ উক্ত ফাউন্ডেশনের সূচনা করেন।যাহা অদ্যাবধি চলে আসছে এবং আগামীতে চলমান থাকবে বলে পৃষ্ঠপোষক দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৭৯৫ জন। এদের মধ্যে প্রথমিক শাখায় পরীক্ষার্থী ৯১৭ জন (তৃতীয় ২১১,চতুর্থ ৩০০,পঞ্চম ৪০৬) এবং মাধ্যমিক শাখায় পরীক্ষার্থী ৮৭৮ জন (ষষ্ঠ ২৬৩, সপ্তম ২৯৭, অষ্টম ৩১৮) আসিফ মওদুদ বৃত্তি পরীক্ষার কেন্দ্রে কোম্পানীগঞ্জের সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন অত্র এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে উক্ত বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।তারা আরো বলেন,শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের মেধার বিকাশে পুনরায় পিএসসি এবং জেএসসি পরীক্ষা চালু করার প্রতি গুরুত্বারোপ করেন। পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন । পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ সংক্রান্ত তথ্য যথাসময়ে জানানো হবে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।