

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মজুমদারহাট-আপানিয়া সড়কের দুইপাশ দখল করে অবৈধভাবে বালু রেখে ব্যবসা পরিচালনার কারণে যান ও পথচারী চলাচলে জনদূর্ভোগ সৃষ্টি করা ব্যক্তিদের অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় বালু ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল থেকে ৬৬০ ঘনফুট বালু জব্দ করে নিলামে বিক্রি করে দেওয়া হয়। একই সাথে প্রকাশ্যে ধূমপান করায় মহিন উদ্দিন (২৮) নামের এক যুবককে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।