logo
জাল-নৌকার মায়ায় আটকা পড়লেন দুলাল মাঝি

জাল-নৌকার মায়ায় আটকা পড়লেন দুলাল মাঝি

noakhalicompanyganjlocal

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ও গুচ্ছগ্রামে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার দুটি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতর। অভিযান চলাকালে দুলাল উদ্দিন নামে এক জেলেকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত দুলাল উদ্দিন চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু নাসেরের ছেলে। তাকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বামনীয়া নদীর চরফকিরা ও চরএলাহী অংশে পরিচালিত অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পরে জব্দ হওয়া জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Yeamin Hossain

Yeamin Hossain

৯ অক্টোবর, ২০২৫