logo
সেনবাগে কিশোর গ্যাং বিরোধী অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক-০২

সেনবাগে কিশোর গ্যাং বিরোধী অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক-০২

noakhalisenbaghlocal

সেনবাগ প্রতিনিধিঃ সেনবাগ উপজেলা কাবিলপুর ইউনিয়ন এর দিলদার মার্কেটে এলাকাযর কতিপয় কিশোর দেশীয় অস্ত্রশস্ত্রসহ মারামারিতে লিপ্ত হলে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। এ সময় উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় দুইজন কিশোরকে আটক করে এবং তাদের ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, দুইটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করে। জানা গেছে, ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতারকৃত আসামী হলেন কাবিল পুর ইউনিয়ন পশ্চিম লাল পুর গ্রামের দই বেপারী বাড়ি ১/মোঃ শাহদাত হোসেন ( ১৮), পিতার নাম: মোঃ সাইফুল, মাতার নাম: নাসরীন আক্তার, ২/মোঃ বাবলু (২০), পিতার নাম: মৃত আবুল কাশেম, মাতার নাম: শেফালী বেগম। সেনবাগ থানা পুলিশ জানায়, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Yeamin Hossain

Yeamin Hossain

৮ অক্টোবর, ২০২৫