
নোয়াখালীর সকল কনটেন্ট ক্রিয়েটর এবং বিভাগ দাবি নিয়ে অনলাইনে সোচ্চার সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা নোয়াখালী বিভাগ আন্দোলনে যারা অনলাইনে কনটেন্ট তৈরি করছেন, পোস্ট দিচ্ছেন এবং গণদাবি তুলছেন, আমরা Noakhali Cyber Warrior's - NCW লক্ষ্য করেছি, কুমিল্লার কিছু অসাধু ব্যক্তি বিনা কারণে একাউন্ট ডিজেবল করা, পেজে স্ট্রাইক দেওয়া কিংবা বিভিন্নভাবে সমস্যা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। যদি কারো একাউন্ট, পেজ বা কনটেন্ট নিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন নির্দ্বিধায় আমাদের জানাবেন। আমরা সম্পূর্ণ ফ্রি সাইবার সাপোর্ট দিয়ে পাশে থাকব, এটাই আমাদের অঙ্গীকার। তবে একটি বিষয় স্পষ্টভাবে বলছি নোয়াখালী বিভাগ দাবি করার সময় কোনো জেলার মানুষকে ব্যঙ্গ করা, কাউকে হেয় করা, বিশেষ করে কোনো নারী বা ব্যক্তিকে টার্গেট করে বিদ্বেষমূলক কন্টেন্ট তৈরি করা কঠোরভাবে পরিহার করুন। আপনার কনটেন্ট হোক নোয়াখালীর ইতিহাস, গৌরব, ভাষা, সংস্কৃতি ও সম্ভাবনাকে সারা দেশে তুলে ধরার হাতিয়ার। গর্বের সাথে দাবি তুলুন কিন্তু সম্মান বজায় রেখে। — নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স