

মোহাাম্মদ উল্যা কোম্গানীগঞ্জ উপজেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোঃ মাসুদুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নবাগত ইউএনওকে স্বাগত জানাতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। স্থানীয়দের প্রত্যাশা তার নেতৃত্বে কোম্পানীগঞ্জ উন্নয়নে নতুন গতিতে এগিয়ে যাবে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ইউএনওর যোগদান কোম্পানীগঞ্জের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা করছেন।