

উপজেলা প্রতিনিধি, সেনবাগ নোয়াখালীর সেনবাগ উপজেলায় দীর্ঘদিনের অবহেলিত ও জরাজীর্ণ সড়ক সংস্কারসহ একগুচ্ছ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। এসব উন্নয়নের মূল অগ্রদূত হিসেবে উঠে এসেছেন নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া। ২০২৫ সালের ২৬ মে সেনবাগ উপজেলার ২১টি রাস্তা মেরামত, ১৩টি নতুন সড়ক নির্মাণ, উপজেলা স্টেডিয়ামের জন্য বরাদ্দ, ১১টি স্কুল মাঠ সংস্কারসহ পৌরসভা ও উপজেলার জন্য প্রয়োজনীয় বিশেষ বরাদ্দের বিস্তারিত তালিকা তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। তালিকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সেনবাগের কৃতী সন্তান ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সম্পাদক নিজাম উদ্দিন এবং এনটিভির সিনিয়র সাংবাদিক সোহরাব মাহাদি। উন্নয়নকাজের তালিকা প্রস্তুতে সহায়তা করেন এনসিপির যুব সংগঠন ‘যুবশক্তি’র সংগঠক মো. কামরুজ্জামান। এ উদ্যোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেনবাগ উপজেলার ৯টি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করেছে। সড়কগুলো হলো—বালিয়াকান্দি কলেজ সড়ক, বসন্তপুর–বিরাহিমপুর সড়ক, সাতবাড়িয়া–নলুয়া সড়ক, ফকিরহাট–সামেরগাঁও সড়ক, ফকিরহাট–ভাটেরচর সড়ক, কুতুবেরহাট–চাঁদেরহাট–সেবারহাট সড়ক, নজরপুর বেড়িবাঁধ সড়ক, ছাতারপাইয়া–তেমুহনী মানিকমুড়া সড়ক, দৌলতপুর–নাজিমনগর সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে এসব সড়ক অবহেলিত অবস্থায় পড়ে ছিল এবং স্থানীয় মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সুলতান মুহাম্মদ জাকারিয়ার নিরলস প্রচেষ্টায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজে এসব সমস্যার দ্রুত সমাধানে আগ্রহ দেখান এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করেন। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন,সেনবাগবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এই উন্নয়নকাজ বাস্তবায়ন অত্যন্ত জরুরি ছিল। বিষয়টি দ্রুত কার্যকর হওয়ায় আমি মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই।