
.jpg&w=3840&q=75)
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যা কখনো ভুলে যাওয়া যাবে না। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।