

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক একসময় মাদক কারবারে জড়িত থাকলেও সম্প্রতি সে পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল বলে জানিয়েছে পরিবার। শনিবার (২০ ডিসেম্বর) সকালে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসতঘরের পেছনে একটি কড়ই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫)। তিনি একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির বাসিন্দা এবং মো. জামাল উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সী নিজ বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। শনিবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। পরিবার দাবি করেছে, মুন্সীকে এক স্থানে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং পরে অন্য স্থানে নিয়ে নারীদের ব্যবহৃত ম্যাক্সি ও ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।