
কোম্পানীগঞ্জ প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে (কোম্পানীগঞ্জ -কবিরহাট) বিএনপি'র চূড়ান্ত মনোনয়ন প্রার্থী, নোয়াখালীর বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেট্রো হোমসের চেয়ারম্যান,আলহাজ্ব ফখরুল ইসলাম। শুক্রবার( ৭ নভেম্বর)বিকেলে কোম্পানীগঞ্জে নিজ বাসভবনে ‘মিথ্যা সংবাদের প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। ফখরুল ইসলাম বলেছেন, এস আলম গ্রুপের সাথে ১২শ কোটি নয়, ১২ কোটিও নয় শুধু ১২ টাকার লেনদেন আছে বা ব্যবসা আছে প্রমাণ করতে পারলে রাজনীতি ও ব্যবসা দুইটাই ছেড়ে দেব। ফখরুল ইসলাম আরও বলেন, আমি বিগত ফ্যাসিস্ট শাসনামলে মিথ্যা মামলায় কারাভোগ করেছি এবং একাধিক মামলার প্রধান আসামি হয়েছি। তবুও বিএনপির রাজনীতির হাল ছাড়িনি। আওয়ামী সরকারের দুঃশাসনের সময়ও আমি নেতাকর্মীদের পাশে থেকেছি। এ কারণেই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রে নেমেছে। তিনি অভিযোগ করে বলেন, একটা দৈনিক পত্রিকা 'নোয়াখালী-৫ আসনে বিএনপি কান্ডারি এস আলমের ক্রাইম পার্টনার জামায়াতের ফখরুল' শিরোনামে এস আলম গ্রুপের সঙ্গে আমার নাম জড়িয়ে উদ্দেশ্যমূলক ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আমারা প্রথমে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ, এবং প্রয়োজন হলে আমি এ পত্রিকার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবো। তার অভিযোগ, তার পতিপক্ষ এস আলমের গ্রুপের অর্থ পাচার বা মির্জা কাদেরের সাম্রাজ্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এছাড়া তিনি কোনো অর্থ প্রচারের সাথেও যুক্ত নন। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সদস্য, সাথী, রকন কোন কিছুর সঙ্গে জড়িত হওয়ার তথ্য প্রমাণ দিতে পারবে না,তবে আমি বিএনপি জন্ম হওয়ার আগে আমি ছাত্র শিবির করতাম। তিনি বিএনপি অনেক নেতার কথা বলেন, তারা অন্য দল থেকে এসে বিএনপি নীতিনির্ধারক ফোরামে পর্যন্ত, শুধু আমাকে বলে জামায়াত ইসলাম দল থেকে এসেছি এইটা হচ্ছে ষড়যন্ত্রের অংশ। ফখরুল ইসলাম আরও বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমি ফার্স্টের চেয়ারম্যান পদ ও ব্যবসা,এবং রাজনৈতিক দায়িত্ব দুটোই ছাড়তে প্রস্তুত।” ফখরুল ইসলাম জানান, তাকে হেয় ও হয়রানি করার জন্য মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি জনমতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির বিষয়টি তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য এগিয়ে আসুন।” এসময় উপস্থিত ছিলেন,আহ্বায়ক কমিটির সদস্য আফতাব আহমদ বাচ্ছু,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বসুরহাট পৌরসভার বিএনপি আহ্বায়ক আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌরসভার বিএনপি সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, একরামুল হক মিলন মেম্বার, আনিছুল হক, মহিন উদ্দিন ছোটনসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন সংবাদ সংস্থার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।