
ইয়াসিন রুবেল, কবিরহাট “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলায় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) আব্দুল্লাহ মিয়ারহাট কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজন করে দীপ উন্নয়ন সংস্থা (DUS) এবং সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ওবায়দুল হক আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন দীপ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার জিহাদুল ইসলাম মামুন। এ সময় স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ, সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রবীণ জনগোষ্ঠী সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের জীবনগাথা থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও সহানুভূতির মনোভাব গড়ে তুললে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে। তাঁরা আরও বলেন, পরিবার ও সমাজের সক্রিয় সহযোগিতা ছাড়া প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই প্রবীণবান্ধব সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের শেষে প্রবীণদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। পরে সমাজে বিশেষ অবদান রাখায় তিনজন শ্রেষ্ঠ প্রবীণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার এক অনন্য পরিবেশে মিলিত হন।