logo
জুলাই যোদ্ধার তালিকা থেকে বাদ পড়লেন নোয়াখালীর ৬ জন

জুলাই যোদ্ধার তালিকা থেকে বাদ পড়লেন নোয়াখালীর ৬ জন

noakhalibreaking

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে নোয়াখালী জেলার ছয় জনের নামও রয়েছে। বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামসহ আট বিভাগের ১২৮ জনের জুলাই যোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। গেজেট বাতিল করা নোয়াখালী জেলার ৬ জন হলেন- শেখ মো. রাশেল (নাম্বার-১০৬৮), মো. জসিম উদ্দিন (গেজেট নাম্বার-১০৭৮), মো. বেলায়েত হোসেন (গেজেট নাম্বার-১১০০), মো. গিয়াস উদ্দিন (গেজেট নাম্বার-১১৬৩), মো. নাজিম মিয়া (গেজেট নাম্বার-১১৮১), মো. ইমাম হাসান (গেজেট নাম্বার-১১৮২)। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমিটির যাচাই-বাছাইয়ে দেখা গেছে এদের মধ্যে কেউ কেউ জুলাই আন্দোলনে আহত হননি কিংবা আন্দোলনে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন না। আবার কিছু নামের ক্ষেত্রে দ্বৈত গেজেট প্রকাশিত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যে সমস্ত জুলাই যোদ্ধা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং বেআইনি ভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে সারাদেশে ২৩ জনের গেজেট দ্বৈততার কারণে এবং ১০৫ জনের গেজেট আহত না হওয়া ও সম্পৃক্ত না থাকার কারণে বাতিল করা হয়েছে।

Yeamin Hossain

Yeamin Hossain

৩০ অক্টোবর, ২০২৫