logo
 মাধ্যমিক শিক্ষা অফিসার"বাবু সুব্রত রায়"এর অবসরজনিত বিদায় অনুষ্ঠান

মাধ্যমিক শিক্ষা অফিসার"বাবু সুব্রত রায়"এর অবসরজনিত বিদায় অনুষ্ঠান

noakhalikompanyganjlocal

মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার "বাবু সুব্রত রায়"কে কোম্পানীগঞ্জের মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের (এমপিও ভূক্ত) প্রধান শিক্ষকদের পক্ষে অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। ০৯ই নভেম্বর রবিবার বিকাল ৪ ঘটিকায় অত্র উপজেলার এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার(অবসরজনিত) "বাবু সুব্রত রায়" এর বিদায় অনুষ্ঠান কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের দ্বিতীয় তলায় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে ১৯ জন প্রধানশিক্ষক, ০১ জন সিনিয়র শিক্ষক এবং উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিতি ছিলেন। উপস্থিতি প্রধান শিক্ষকদের পক্ষে কয়েক জন বিদায়ী শিক্ষা অফিসারের বনাঢ্য কর্মজীবন নিয়ে আলোকপাত করেন।তারা বলেন তিনি শুধু একজন শিক্ষা অফিসার ছিলেন না,তিনি ছিলেন আমাদের অভিভাবক। আমরা যখনই যে সমস্যায় নিপতিত হয়েছি, তখনই তিনি আমাদের সহোদর হয়ে আমাদের পাশে থেকে সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি খুবই ন্যায় পরায়ণ, কর্তব্যনিষ্ঠ, পরোপকারী ও সজ্জন ব্যক্তি। তিনি সর্বদা সৎকর্মে রত ছিলেন।শিক্ষকেরা ক্ষতির সম্মুখীন হন এমন কোন কর্মের সাথে তিনি যুক্ত ছিলেন না।সবাই এই মহান শিক্ষা অফিসারের সুন্দর আগামী,উন্নত জীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।বিদায়ী মেহমান বাবু সুব্রত রায় বলেন,আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, আমার হৃদয়ে আপনাদের আন্তরিকতা স্থায়ী বদ্ধমূল হয়ে থাকবে।আমি আপনাদের আশির্বাদ প্রত্যাশী। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি, একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন বলেন স্যারের মতো শিক্ষা অফিসার পেয়ে আমি সত্যিই মুগ্ধ এবং স্যার বহুদা গুণে গুণান্বিত, যার গুণের কোন তুলনা হয়না। অনুষ্ঠানে উপস্থিতি প্রধানশিক্ষকগণ হলেন,আমির হোসেন (আবু নাচের পৌর উচ্চ বিদ্যালয় & সভাপতি বিটিএ- কোম্পানীগঞ্জ উপজেলা শাখা), মোহাম্মদ ফারুক (সিরাজপুর উচ্চ বিদ্যালয় & সেক্রেটারি বিটিএ-কোম্পানীগঞ্জ উপজেলা শাখা), মোহাম্মদ রফিক (সিরাজপুর পি এল উচ্চ বিদ্যালয়), বাবু অপু কুমার দাস (মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়), বাবু ব্রজলাল বৈষ্ণব (যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়),জাহাঙ্গীর আলম (চর কাঁকড়া একাডেমী), মোহাম্মদ ইব্রাহিম ( মধ্য পূর্বে চর কাঁকড়া উচ্চ বিদ্যালয়),আইয়ুব আলী (চর এলাহী উচ্চ বিদ্যালয়), তপন মজুমদার ( পেশকার হাট উচ্চ বিদ্যালয়),আবুল করবাহ (মুছাপুর উচ্চ বিদ্যালয়),আতিক উল্যা (নাচের উচ্চ বিদ্যালয়),আবু নাসির (আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়),সুবন্ধ মজুমদার (আছিয়া কারম্যান উচ্চ বিদ্যালয়),ফরিদা ইয়াছমিন মুক্তা (মানিকপুর উচ্চ বিদ্যালয়),আবু তাহের দুলাল (বামনী উচ্চ বিদ্যালয়),কৃষ্ণ পান্ডে (গাঙচিল কবি নজরুল উচ্চ বিদ্যালয়),নকুল মজুমদার (মওদুদ আহম্মদ উচ্চ বিদ্যালয়),কামাল উদ্দীন (মধ্য চর কাঁকড়া উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদ উল্যাহ মিরাজ (সিনিয়র শিক্ষক (মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়)।

১০ নভেম্বর, ২০২৫