
কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌর যুবদলের আয়োজনে আজ বুধবার বিকাল ৩টায় বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থেকে একটি র্যালি বের হয়ে বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সভাপতিত্ব করেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন। যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি সদস্য নুরুল আলম সিকদার,বসুরহাট পৌরসভা বিএনপি সভাপতি আবদুল মতিন লিটন,বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসময় মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনে বিএনপি যেন দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কোম্পানীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সভায় নেতারা বলেন, “আওয়ামী সরকার গত ১৭ বছর ধরে বিএনপির কোনো মিছিল-মিটিং করতে দেয়নি। আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সেই দমন-পীড়নের প্রতিবাদে এবং ছাত্র-জনতার বিজয়ের স্মরণে আনন্দ র্যালি করেছে।” তারা আরও বলেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা সামনে রেখে আমাদের সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে। কোম্পানীগঞ্জে বিএনপির যে জনসমর্থন আছে এবং আওয়ামী লীগ আমলে গত ১৭ বছর যেভাবে দলের নেতাকর্মীরা হামলা-মামলা, নির্যাতন, নিষ্পেষিত হয়েছে, এতে দলের জন সমর্থন বেড়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকত হোসেন ছগীর,বিএনপির নেতা ইমাম হোসেন। আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ,কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুদ্দিন হায়দারসহ সংগঠনের নেতা-কর্মীরা।