

মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি কোম্পানীগঞ্জ উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান এর সাথে সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও স্বচ্ছ করার বিষয়ে নানা পরামর্শ ও মতামত তুলে ধরেন। বক্তারা উপজেলার চলমান উন্নয়ন, সামাজিক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইন, শৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন ইউএনওকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নবযোগদানকৃত ইউএনও মোঃ মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন,কোম্পানীগঞ্জের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি। প্রশাসন জনগণের সেবার জন্য সেবা নিশ্চিত করতেই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মতামতকে তিনি মূল্যায়ন করবেন, এবং উপজেলা প্রশাসনকে আরও জনবান্ধব করার লক্ষ্যেই কাজ করবেন। মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে নতুন ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার সফল কর্মজীবন ও দায়িত্বপালনের জন্য শুভকামনা জানানো হয়।